110
ঐশ্বর্য রায় বচ্চন সম্পর্ক সলমন খানের সঙ্গে প্রকাশ্যে আসে হাম দিল দে চুকে সনম ছবিতেই। সেখানেই তাঁদের মধ্যে রসায়ন ছিল তুঙ্গে।
Subscribe to get breaking news alertsSubscribe 210
একে অন্যের সঙ্গে ডেটিং করতে শুরু করেন সেই ছবির সেট থেকেই। গভীর এই সম্পর্কে ছিল বেশ কিছু সমস্যা।
310
অতিরিক্ত সন্দেহ বাতিল ছিলেন সলমন খান। প্রকাশ্যে একাধিকবার ঐশ্বর্যর গায়ে হাতও তুলেছিলেন তিনি।
410
দুবছর পর ঐশ্বর্য সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এই ভাবে থাকতে পারবেন না। ফলে সেই সম্পর্ক ভেঙে যায়।
510
এইান্তে স্বস্তি মেলেনি ঐশ্বর্যর। এরপর থেকে শুরু হয় নতুন যুদ্ধ। বন্ধুরা মুখ ফিরিয়ে ছিলেন তাঁর থেকে।
610
সকলেই মনে করেছিলেন ঐশ্বর্য একাধিক সম্পর্কের জন্য ছেড়েছিলেন সলমনকে। কিন্তু এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছিলেন বিষয়টা উল্টো।
710
সলমন খানের সঙ্গে সম্পর্কটাই ছিল তাঁর ভুল। অনেক কিছু হারাতে হয়েছে তাঁকে। হাত থেকে গিয়েছে পাঁচ ছবিও।
810
সলমন খানের জন্যই কেরিয়ারে আর ঘুরে দাঁড়াতে পারেননি ঐশ্বর্য। একাধিক ছবি থেকে বাদ দেওয়া হয় তাঁকে।
910
শাহরুখ খানও তাঁকে সরিয়ে দিয়েছিলেন চলতে চলতে ছবি থেকে। যা তিনি মেনে নিতে পারেননি।
1010
বর্তমানে অভিষেকের সঙ্গে সুখে সংসার করলেও ঐশ্বর্য এখনও মনে করেন তাঁর কেরিয়ার শেষ হওয়ার পেছনে দায়ী সলমন।