'সলমনের সঙ্গে সম্পর্ক আমার জীবনের চরম ভুল, শেষ হয়ে গেছে কেরিয়ার', অকপট ঐশ্বর্য
সলমন খানের সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ক কোনও গসিপ নয়। প্রথম থেকেই তাঁরা পর্দায় একে অন্যের প্রতি কতটা আবেগপ্রবণ তা ফুঁটে উঠত। পরবর্তীতে বাস্তবেই সেই সম্পর্কের সমীকরন এক ভিন্ন রূপ নেয়। যার জন্য আজও আক্ষেপ করেন ঐশ্বর্য রায়।