বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনের ভক্তসংখ্যা দিনে দিনে যেন বেড়েই চলেছে। তাঁর সৌন্দর্যের টানে আজও পাগল আট থেকে আশি। ঐশ্বর্যের রূপে-গুণে আজও মুগ্ধ দর্শমহল। তাঁর কামব্যাক বক্স অফিসে তেমন খেল না দেখাতে পারলেও অভিনেত্রীর এলিগেন্স নিয়ে কোনও অভিযোগই নেই ভক্তকূলের। মেকআপ সহ হোক বা মোকআপ ছাড়া ঐশ্বর্য সকলের কাছে একই রকম সুন্দরী। দুই অবতারেই তাঁর বিভিন্ন ছবি-ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। তাঁর অদেখা কিছু অদেখা ছবিও এই লকডাইনে ক্রমশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।