ঐশ্বর্য থেকে সানি লিওন, পাসপোর্টের ছবিতে চিনে নিন প্রিয় তারকাদের

বলিউড অভিনেত্রী  ঐশ্বর্য রাই বচ্চন, সানি লিওন, শাহরুখ খান, কঙ্গনা রানাওয়াত এদের প্রত্যেককের সৌন্দর্যে মোহিত ভক্তরা। রিল লাইফের রূপোলি পর্দার ঝলকানিতে তাদের সৌন্দর্য যেন ঠিকরে বেরোয়। কিন্তু নো মেক আপ লুক কিংবা রিয়েল লাইফে অনেকের ক্ষেত্রেই পুরো বিষয়টাই উল্টো।  বিশেষত বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট কিংবা প্যান কার্ডের ছবির সঙ্গে যেন বাস্তবের কোনও মিলই নেই। অনেকেই আছেন নিজের ছবি দেখে চিনতে পারেন না। তবে আপনি একা নন সেই তালিকায় রয়েছেন সেলিব্রিটিরাও। পাসপোর্টে ছবিতে প্রিয় তারকাদের দেখে নিন একনজরে।

Riya Das | Published : Jun 4, 2020 3:48 AM IST
17
ঐশ্বর্য থেকে সানি লিওন, পাসপোর্টের ছবিতে চিনে নিন প্রিয় তারকাদের

পাসপোর্টের ছবিতে সেলিব্রিটিদের দেখলে অনেকেই হয়তো চিনতে পারবেন না। কারণ  বৈধ পরিচয়পত্রতে সকলের ছবিই অন্যরকম দেখতে লাগে

27

ঐশ্বর্য রাই বচ্চনের পাসপোর্টের ছবি। যেখানে ঐশ্বর্যকে দেখেই মনে হচ্ছে ছবিটি অনেক অল্প বয়সের ছবি।

37

সানি লিওনের পাসপোর্টের ছবি। সানি লিওনকেও খুবই সাধারণ কিশোরীর মতো দেখতে লাগছিল।

47

কঙ্গনা রানাউতের  পাসপোর্টের ছবি। বলিউডে কেরিয়ার গড়তে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন কঙ্গনা। 

57


 শাহরুখ খানের পাসপোর্টের ছবি। শাহরুখের ছবিটা দেখে খুব বেশিদিন আগের মনে হচ্ছে না। শাহরুখকে দেখে সাম্প্রতিক কালের ছবিই মনে হচ্ছে।

67


নয়নতারার  পাসপোর্টের ছবি। ছবিতে নয়নতারাকে দেখে একদম বাচ্চা বয়সের লাগছে। তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়ে তার নাম পরিবর্তন করেছেন।

77

তৃষা কৃষ্ণানের পাসপোর্টের ছবি। তাকে দেখতেও পুরো অন্যরকম লাগছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos