এত ছোট বয়সেই 'সেক্সি মাম্মা' ঐশ্বর্যর মতোন কেন সাজতে চান আরাধ্যা, জানলে অবাক হবেন

বলিউডের মোস্ট গর্জিয়াস লেডি ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে সরগরম পেজ থ্রি-র পাতা। রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া। এবং সেই তালিকায় নিঃসন্দেহে রয়েছে  বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ। ঐশ্বর্যর  ৮ বছরের ছোট মেয়ে আরাধ্যাও এই ছোট বয়স থেকেই  মাকে অনুকরণ করে চলতে চান, তার প্রমাণও মিলেছে বহুবার। কেন মাকে আইডল হিসেবে মানতে চান আরাধ্যা, জানলে অবাক হবেন।
 

Riya Das | Published : Oct 22, 2020 8:21 AM IST / Updated: Oct 22 2020, 01:53 PM IST
19
এত ছোট বয়সেই 'সেক্সি মাম্মা' ঐশ্বর্যর মতোন কেন সাজতে চান আরাধ্যা, জানলে অবাক হবেন


বলিউডের প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়েছেন।

29

বলিউডের তারকা দম্পত্তি অভিষক-ঐশ্বর্য রাই বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চনও বলিউডের অন্যতম জনপ্রিয় স্টারকিডদের মধ্যে একজন।

39

বলিউডের মোস্ট গর্জিয়াস সেক্সি মাম্মা ঐশ্বর্যর মতোনই আরাধ্যাও ততটাই সুন্দরী। এত ছোট বয়স থেকেই আরাধ্যা মায়ের মতোন পোশাক পরতে চান, যা সকলের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।

49

নেটিজেনরাও বলে থাকেন ঐশ্বর্যকে অনুকরণ করছেন মেয়ে আরাধ্যা। মায়ের পা তাল মিলিয়ে সর্বত্র দাঁপিয়ে বেড়াচ্ছে আরাধ্যা।

59

রেড কার্পেট হোক কিংবা যে কোনও পার্টি অনেক অনুষ্ঠানেই একই পোশাকে নজর কেড়েছেন ঐশ্বর্য-আরাধ্যা।

69


পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে উৎসব অনুষ্ঠানে মায়ের মতো একই পোশাকে নজর কেড়েছে ঐশ্বর্য কন্যা আরাধ্যা।

79

মায়ের মতোন পোশাক পরে ঐশ্বর্যর সঙ্গে ছবিতে সুন্দর করে পোজও দিতে গেছে আরাধ্যাকে।

89

কান ফেস্টিভ্যালে রেড কার্পেটেও ঐশ্বর্যর সঙ্গে দেখা গিয়েছিল আরাধ্যাকে। সেই অনুষ্ঠানে মায়ের সঙ্গে সমানে সমানে পোশাক পরে সকলের নজর কেড়েছিলেন আরাধ্যা।

99

আসলে ছোট থেকেই মায়ের মতোন নিজেকে সাজিয়ে গুছিয়ে দেখতে চান আরাধ্যা।  মায়ের জন্য একচুলও জমি ছাড়তে চান ছোট্ট আরাধ্যা।

Share this Photo Gallery
click me!

Latest Videos