রাত তিনটে ঐশ্বর্যকে যখন শেষবার ফেরাতে চেয়েছিলেন সলমন, করতে গিয়েছিলেন আত্মহত্যা

সলমন খান ও ঐশ্বর্যের সম্পর্ক নিয়ে থাকা একাধিক জল্পনার মাঝেও কোথাও গিয়ে যেন এক ভিন্ন ধারার প্রেমকাহিনি লুকিয়ে। যা খুব কম সময়ের জন্য স্থায়ী হলেও আজও বলিউডের হট স্টোরি। আর সেই প্রেমকাহিনির মধ্যে থাকা নানা উঠা পড়ার গল্পের মাঝেই রয়েছে এমন কিছু ঘটনা, যা আজও ভক্তদের অবাক করে দেয়। 

Jayita Chandra | Published : Oct 25, 2020 7:41 AM IST
18
রাত তিনটে ঐশ্বর্যকে যখন শেষবার ফেরাতে চেয়েছিলেন সলমন, করতে গিয়েছিলেন আত্মহত্যা

সলমন খান ও ঐশ্বর্যের সম্পর্ক যখন স্পষ্টই ভাঙতে বসেছে, তখনই শক্ত হাতে নিজেকে সামলে নিয়েছিলেন বলিউড সুন্দরী। 

28

সাফ জানিয়েছিলেন, না মানে না। দীর্ঘ অপমান অত্যাচার সহ্য করতে পারছিলেন না তিনি। এমনটাই জানিয়েছিলেন। কিন্তু সলমন! 

38

তার পক্ষে এই বাস্তব মেনে নেওয়া হয়ে উঠল কঠিন। ঠিক কীভাবে ঐশ্বর্যকে ফিরে পাবেন তিনি, তা ভেবেই হয়ে উঠেছিলেন মরিয়া। 

48

রাত তিনটের সময় ঐশ্বর্যর বাড়ি গিয়ে দরজায় ধাঁক্কা দিয়েছিলেন। কেউ দরজা না খুললে সলমন আত্মহত্যার হুমকি দেন। 

58

ঐশ্বর্যের বাড়িক ছাদ থেকে ঝাঁপ দেবেন, সাফ জানিয়ে দিতেই বিপত্তি। তবুও দরজা খুলছিলেন না ঐশ্বর্য, একটা সময় সলমনের হাত থেকে ঝড়তে থাকে রক্ত। 

68

তারপর তড়িঘড়ি দরজা খুলেছিলেন ঐশ্বর্য। ঢুকতে দিয়েছিলেন সলমনকে। কিন্তু একটা সময়ের পর তিনি স্পষ্টই বুঝিয়ে দেন, সলমন যাই করুক না কেন তিনি আর হ্যা বলবেন না। 

78

এই খবর ঝড় তুলেছিল বিটাউনের অন্দরমহিলে। একাধিক টপ গসিপে জায়গাও করে নিয়েছিল পাকা। 

88

যদিও এই নিয়ে কখনই মুখ খোলেননি সলমন খান, প্রকাশ্যে কখনই তা জানানি যে ঘটনার সত্যতা কতটা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos