হলিউড নায়কের সঙ্গে ঘনিষ্ঠায় মজে ঐশ্বর্য, বিষয়টি ভাল ভাবে নেয়নি নায়িকার ভারতীয় ভক্তরা

ঐশ্বর্য রাই বচ্চনের জনপ্রিয়তা গোটা বিশ্ব জুড়ে। কোনও সিনেমার প্রসঙ্গ থাকুক বা না থাকুক তিনি সর্বদা সংবাদ শিরোনামে। ঐশ্বর্যকে নিয়ে প্রায় নিত্যদিনই কোনও না কোনও খবর উঠে আসে। এখন অভিনেত্রীর নানা থ্রোব্যাকে গল্পেই ভাসছে দর্শকমহল। বলিউড এবং তামিল তেলেগুতে ছবি করার পাশাপাশি হলিউড ছবিতেও তাঁর দাপট দেখে মুগ্ধ হয়েছে দর্শক। ২০০৫ সালে 'দ্য মিস্ট্রেস অফ স্পাইসেস' ছবিতে অভিনয় করে প্রশংসা যেমন কুড়িয়েছিলেন তেমনই ভারতীয় দর্শকদের রোষের মুখে পড়েছিলেন তিনি। 

Adrika Das | Published : Jun 13, 2020 6:24 PM
110
হলিউড নায়কের সঙ্গে ঘনিষ্ঠায় মজে ঐশ্বর্য, বিষয়টি ভাল ভাবে নেয়নি নায়িকার ভারতীয় ভক্তরা

সেই সময় বলিউডে তিনি প্রথম সাড়ির অভিনেত্রীদের মধ্যে একজন। অন্যদিকে হলিউডেও পুরো দমে কাজ করে চলেছেন। 

210

২০০৫ সালে মুক্তি পায় 'দ্য মিস্ট্রেস অফ স্পাইসেস'। চিত্রা বন্দ্যোপাধ্যায় বিদাকরুণীর উপন্যাস মিস্ট্রেস অফ স্পাইসেসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিলে এই ছবি।
 

310

ঐশ্বর্য ছিলেন এক প্রবাসী ভারতীয় টিলোর ভূমিকায়। তাঁর বিপরীতে ছিলেন হলিউড অভিনেতা ডিলেনম্যাকডরমেট। 

410

তাঁর সঙ্গে ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য থাকায় রীতিমত ক্ষেপে উঠেছিল একাংশ ভারতীয় দর্শকরা। 

510

নিজের পছন্দের অভিনেত্রীকে এক হলিউড অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে মেনে নিতে পারেনি কোনও কারণে। এবং সেই নিয়ে প্রতিবাদ করেছিল তারা। 

610

এখন হলিউডে প্রিয়ঙ্কা চোপড়া এবং দীপিকা পাডুকোনও কাজ করছেন। তাঁদেরও হলিউড অভিনেতাদের সঙ্গে  ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে। 

710

তা নিয়ে যদিও তেমন হাহাকার পড়েনি সিনেদুনিয়ায়। সিনেপ্রেমীরা বরং কোয়ান্টিকোর প্রিয়ঙ্কার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে প্রশংসাই করেছেন। 

810

তবে ঐশ্বর্যের এই ছবিতে স্টিমি দৃশ্য একেবারেই ভাল ভাবে নেয়নি ভারতীয় দর্শকরা। 
 

910

এখন এবং তখনকার সময়ের মধ্যে ও মানসিকতার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সেই পার্থক্যের জেরেই হয়তো ঐশ্বর্যকে তাঁর কিছু ভক্তরাই এই ঘনিষ্ঠ দৃশ্যের জন্য ভালমন্দ শুনিয়েছিলেন।  

1010

যদিও ঐশ্বর্য সেসবে তেমন কোনও পাত্তা না দিয়েই নিজের মত ছবি করে গিয়েছেন। কারণ বিনোদনের জগতে কাজ করলে সবটাই পেশার মধ্যেই পড়ছে। আজ অবশ্য সেসব বিতর্ক ভুলে ভক্তরা আজও ঐশ্বর্যকে সমান ভালবাসা ও শ্রদ্ধা দিয়ে চলেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos