সর্বনাশ, দিনে ঠিক গুণে গুণে কটা সিগারেট খেতেন অজয়, নিজেই করলেন ফাঁস

Published : Apr 09, 2021, 04:09 PM IST

সব তারকারাই কম বেশি নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন। তেমনই এক স্টানিং অভিনেতা হলেন অজয় দেবগণ। কিন্তু এই তারকা শরীর নিয়ে সচেতন হলেও দীর্ঘ দিন ধরে একটি বদঅভ্যাস ছেড়ে উঠতে পারছিলেন না, তা হল ধূমপান। 

PREV
19
সর্বনাশ, দিনে ঠিক গুণে গুণে কটা সিগারেট খেতেন অজয়, নিজেই করলেন ফাঁস

অনেক তারকারা এমন কিছু বদঅভ্যাস থাকে, যা তাঁরা সময়ের সঙ্গে সঙ্গে কাটিয়ে উঠার চেষ্টা করেন, সেই তালিকাতে পড়েন খোদ অজয় দেবগণও। 

29

অজয় দেবগণ পর্দায় যে ধরনের চরিত্রে অভিনয় করে থাকেন স্বাধারণত, প্রায় সব চরিত্রের সঙ্গে ধূমপানটি করতে তাঁকে দেখা যায়। 

39

তবে তা যে একান্ত চরিত্রের স্বার্থে এমনটা নয়। অজয় দেবগণ নিজেই ছিলেন ধূমপানে আসক্ত। এক সাক্ষাৎকারে এই বিষয় খোলসা করে জানান অভিনেতা।

49

রেড ছবির প্রমোশনে তাঁকে জিজ্ঞেস করা হয়, এমন কোন নেশা আছে যা তিনি কাটিয়ে উঠতে চেয়েছিলেন বা চান! 

59

বিন্দুমাত্র মাত্র না ভেবে অজট দেবগণ জানিয়েছিলেন তিনি মাত্রা অতিরিক্ত ধূমপান করে থাকেন। যা তিনি ছেড়ে দিতে চান। কিন্তু সেই সংখ্যাটা নেহাতই অবাক করা। 

69

অজয় দেবগণের দিনে লাগত একশোটি সিগারেট। তবে তিনি তা ছাড়ার চেষ্টা করেন একমাত্র কন্যার মুখের দিকে তাকিয়ে। 

79

 

অজয় জানান, একটা সময়ের পর তিনি নিজেই বুঝতে পারছিলেন তা শরীরের জন্য ক্ষতিকর। নিজেই ছাড়তে চাইছিলেন সিগারেট। 

 

89

মেয়ে এক এক সময় তাঁর ছবি দেখে জিজ্ঞেস করত কেন বুড়ো হয়ে যাচ্ছ! তোমার পছন্দগুলো আগের মত নেই কেন! 

99

উত্তর খুঁজে পেতেন না অজয় দেবগণ। সেখান থেকেই একটু একটু করে নিজেকে সরিয়ে আনার চেষ্টা শুরু করেন অজয়। যদিও এখন তারকা এই সংখ্যা অনেকাংশে কমিয়ে এনেছেন। 

click me!

Recommended Stories