করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে অক্ষয়, পিছনে ফেললেন তাবড় তাবড় তারকাদের

সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী।গোটা বিশ্ব জুড়ে করোনার ত্রাস। যত দিন যাচ্ছে মৃত্যুমিছিল যেন ত্রমশ বাড়ছে।  করোনার সাহায্যে এগিয়ে এসেছেন সর্বস্তরের মানুষ।  বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রায় সব দেশ। মহামারি থেকে বাঁচতে সকলেই আর্থিক অনুদান করছেন। করোনা মোকাবিলায় ত্রান তহবিলে এবার এগিয়ে এসেছেন বলি ইন্ডাস্ট্রি। প্রত্যেকেই  সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শাহরুখ থেক হৃত্বিক সকলেই নিজেদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যেই দেশজুড়ে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দিয়েছেন অক্ষয় কুমার। আবারও দ্বিতীয় দফায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয় কুমার। সকলকে ছাপিয়ে করোনা লড়াইয়ে তিনিই যেন এগিয়ে। বারেবারে তা প্রমাণ করে দিচ্ছেন অক্ষয়। 

Riya Das | Published : Apr 10, 2020 11:47 AM
110
করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে অক্ষয়, পিছনে ফেললেন তাবড় তাবড় তারকাদের
করোনা আতঙ্কে সকল তারকাই এখন গৃহবন্দি। প্রত্যেকেই নিজেদের সামর্থ মতো এগিয়ে আসছে করোনা মোকাবিলায়। কিন্তু সকলের মধ্যেও নজর কেড়েছেন অক্ষয় কুমার।
210
ফের দ্বিতীয় দফায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা।
310
ইতিমধ্যেই দেশজুড়ে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দিয়েছেন অক্ষয় কুমার।
410
আবারও দ্বিতীয় দফায় বৃহন্মুবাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নগদ ৩ কোটি টাকা সাহায্য দিলেন অভিনেতা।
510
সূত্র থেকে জানা গেছে, চিকিৎসক, নার্সদের যাতে কোনও অসুবিধা না হয় তাদের মাস্ক, করোনা পরীক্ষার কিট, এছাড়া প্রয়োজনীয় জিনিস কেনার জন্য তিনি এই অর্থ দান করেছেন।
610
জীবন থাকলেই টাকা-পয়সা সবকিছু থাকবে। তার জীবন থাকতে থাকতে সকলের জন্য লড়তে হবে বলে জানিয়েছেন অভিনেতা।
710
সম্প্রতি একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে চিকিৎসক, নার্স, পুলিশ, সাফাইকর্মী, ব্যাঙ্ক কর্মী যারা এই মহাসংকটের দিনেও আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে তাদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন।
810
নিজের ছবির সঙ্গে 'দিল সে থ্যাঙ্ক ইউ' লিখে নিজের এবং পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।
910
আপকামিং ছবি 'সূর্যবংশী'-তে দেখা যাবে অভিনেতাকে। ফের দীর্ঘদিন বাদে ক্যাটরিনার সঙ্গে জুঁটি বাঁধতে দেখা যাবে অক্ষয়কে।
1010
স্বামী অক্ষয়ের এহেন পদক্ষেপে গর্বিত টুইঙ্কেল।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos