জীবনে কখনও চুমু খাননি, গায়ে হাতে দেওয়া দূর, হাতটাও কখনও ধরেনি অক্ষয় কুমার। বিশ্বাস না হলেও এটাই সত্যি । ঠিক এমনটা বেরসিক প্রেমিক ছিলেন বলিউডের আক্কি। কপিল শর্মার শো-তে হাউসফুল ৪ ছবির প্রচারে এসেছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ এবং ববি দেওল । সেখানেই পুরোনা প্রেমিকাদের প্রসঙ্গ উঠতেই বেরিয়ে আসে অক্ষয়ের জীবনের দুঃখের ঘটনা। যা ফের ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।