সঙ্গম থেকে নারীসঙ্গ যেন জলভাত, তাও কেন চুমু খেতে ভয় পেয়েছিলেন অক্ষয়, জানলে চমকে যাবেন

অ্যাকশন হিরো বলতেই একটাই নাম মাথায় আসে, তিনি হলেন অক্ষয় কুমার। বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমার যে এতটা বেরসিক ছিল তা হয়তো আগে কেউই জানতেন না। মার্শাল আটে পারদর্শী এবং ক্যারাটেতেও ব্ল্যাকবেল্ট এহেন অভিনেতার ব্যক্তিগত সিক্রেট নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

Riya Das | Published : Sep 9, 2022 12:05 PM
18
সঙ্গম থেকে নারীসঙ্গ যেন জলভাত, তাও কেন চুমু খেতে ভয় পেয়েছিলেন অক্ষয়, জানলে চমকে যাবেন

৫৫-তে পা দিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা হাতে-কলমে বুঝিয়ে দিচ্ছেন অক্ষয় কুমার। ৫৫ বছরে এসেও ফিটনেস ফ্রিক অভিনেতার  ফিটনেস রেজিম যে কোনও নিউকামারদেরও টেক্কা দেবে।

28

অ্যাকশন হিরো বলতেই একটাই নাম মাথায় আসে, তিনি হলেন অক্ষয় কুমার। বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমার যে এতটা বেরসিক ছিল তা হয়তো আগে কেউই জানতেন না। মার্শাল আটে পারদর্শী এবং ক্যারাটেতেও ব্ল্যাকবেল্ট এহেন অভিনেতার ব্যক্তিগত সিক্রেট নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। 

38


জীবনে একাধিক প্রেমের আনাগোনা হলেও প্রেমিক হিসেবে মোটেই ভাগ্য ভাল ছিল না বলিউডের খিলাড়ি। এমনকী যে মেয়ের সঙ্গে ডেটে গিয়েছিলেন ৪-৫ বার ডেটিংয়ের পরই অক্ষয়কে ছেড়ে পালিয়ে গিয়েছিল প্রেমিকা। নিজের জীবনের দুঃখজনক ও লজ্জার অভিজ্ঞতা নিজেই শেয়ার করেছিলেন বলি সুপারস্টার। 

48

জীবনে কখনও চুমু খাননি, গায়ে হাতে দেওয়া দূর, হাতটাও কখনও ধরেনি অক্ষয় কুমার। বিশ্বাস না হলেও এটাই সত্যি । ঠিক এমনটা বেরসিক প্রেমিক ছিলেন বলিউডের আক্কি। কপিল শর্মার শো-তে হাউসফুল ৪ ছবির প্রচারে এসেছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ এবং ববি দেওল । সেখানেই পুরোনা প্রেমিকাদের প্রসঙ্গ উঠতেই বেরিয়ে আসে অক্ষয়ের জীবনের দুঃখের ঘটনা। যা ফের ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

58

জীবনের প্রথম গার্লফ্রেন্ডের সঙ্গে বেশ কয়েকবার ডেটিংয়ে গেছিলেন অক্ষয় কুমার। সিনেমা দেখা থেকে রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া সবকিছু চললেও প্রেমিক হিসেবে এত বেরসিক মানুষকে নিতে পারেননি প্রেমিকা। কারণ প্রেমিকা  মনে মনে ভেবেছিলেন অক্ষয় তাকে অন্তত একবার হলেও চুমু খাবে, তা না হলেও একটু হাত ধরবে কিংবা কাঁধে হাত রাখবে। তার কোনওকিছুই করেনি বলিউডের আক্কি। এত আনব়োম্যান্টিক বয়ফ্রেন্ডকে বেশিদিন সহ্য করতে পারেননি প্রেমিকা। ব্যস, ব্রেকআপ হয়ে যায় অক্ষয়ের। 

68

 এই কথা বলতে গিয়েই হেসে লুটিয়ে পড়েন অক্ষয়। পুরোনো ভিডিও নিয়েও তোলপাড় সোশ্যাল মিডিয়া। যদিও এই তিক্ত অভিজ্ঞতাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে তা সকলেই জানেন। একাধিক নারীসঙ্গ তিনি বেশ চুটিয়েই উপভোগ করেছেন আর তাই তো তিনি বলিউডের খিলাড়ি। বলিউডের শিল্পা শেট্টি, থেকে রবিনা ট্যান্ডন, প্রিয়ঙ্কা চোপড়া এমনকী সত্তরের দশকের এভারগ্রীন অভিনেত্রী রেখার সঙ্গেও  নাম জড়িয়েছিল বলিউডের খিলাড়ির।

78

একটি সাক্ষাৎকারে শিল্পা জানিয়েছিলেন, অক্ষয় শিল্পার সঙ্গে সম্পর্কে থাকাকালীন টুইঙ্কল খান্নাকেও ডেটিং করছিলেন। একসঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন অক্ষয়। পরে বিষয়টি জানতে পেরে অবাক হয়ে গেছিলেন শিল্পা। অক্ষয় কুমার বিয়ে করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন শিল্পা। কিন্তু পরে শিল্পা  জানতে পারে সে প্রতারণা করছে। অক্ষয় যে তাকে পুরো ব্যবহার করছিল এটা খুব তাড়াতাড়ি ধরে ফেলেছিলেন শিল্পা।

88

যদিও একাধিক প্রেম-ব্রেকআপ সবই এখন অতীত। দীর্ঘ ২০ বছর  ধরে টুইঙ্কল খান্নার সঙ্গে চুটিয়ে সংসার করছেন অক্ষয়। বিয়ের ২০ বছর পর স্ত্রীর  পিডিএ দেখে হতবাক নেটিজেনরা। , গত ২০ বছরে অনেক কিছুই ঘটেছে তার জীবনে। জীবনে একটামাত্র এই বিষয়ে কোনওদিন দ্বিধা করেননি অক্ষয়। জীবনে আবার সুযোগ পেলে জীবনসঙ্গী হিসেবে টিনা অর্থাৎ টুইঙ্কল খান্নাকেই পেতে চান বলিউডের আক্কি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos