টুইঙ্কেল কড়া ভাষায় জানিয়ে দিয়েছিলেন, প্রিয়ঙ্কার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য আর নয়। বউয়ের চাপে পরেই প্রিয়ঙ্কার সঙ্গে ছবি করা বন্ধ করে দিয়েছেন অক্ষয়। 'আন্দাজ', 'অ্যায়েতরাজ', 'মুঝসে শাদি করোগি', ছবিতে তাদের রসায়ন সকলের মনে ধরেছিল। তারপর টুইঙ্কেলের কারণেই প্রিয়াঙ্কার সঙ্গে আর কাজ করেননি অক্ষয়। যদিও একাধিক প্রেম-ব্রেকআপ সবই এখন অতীত। দীর্ঘ ২০ বছর ধরে টুইঙ্কল খান্নার সঙ্গে চুটিয়ে সংসার করছেন অক্ষয়।