শান্তিপ্রিয়া অক্ষয়ের সঙ্গে সৌগন্ধ, ইক্কে পে ইক্কা-র মতো ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও দোস্তি দুশমনি, কসম বদি কি, ভাবি সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। কিন্তু গায়ের রং কালো বলেই বলিউডে বেশিদিন টেকা সম্ভব হয়নি। সূত্র থেকে শোনা যাচ্ছে, বিগ বস ১৪-তে দেখা যেতে পারে শান্তিপ্রিয়াকে।