সুশান্ত সিং-এর মৃত্যু যেন গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। প্রতিভাল থাকলেই হল না পরিবারের পরিচিতিও নাকি দরকার নিজেকে প্রতিষ্ঠিত করতে। নেটিজেনরা নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। একের পর এক অভিযোগে বিদ্ধ হয়েছে সলমন খান।
311
বলি অভিনেতা অক্ষয় কুমার নিজের জীবনের স্ট্রাগল সকলের সামনে তুলে ধরলেন অক্ষয় কুমার। সম্প্রতি একটি ভিডিওতে সেই স্ট্রাগলের কথা ই তুলে ধরেছেন অক্ষয়।
411
অভিনেতা হওয়ার আগেও এক চিত্রগ্রাহকের সহযোগী হিসেবে কাজ করতেন। মাসের পর মাস পারিশ্রমিক নিতেন না অক্ষয়, যদি ফ্রি-তে একটা ফোটোশ্যুট করা যায়।
511
একবার জয়েশ নামের একজন ফোটোগ্রাফারকে অক্ষয় বলেছিলেন, আমায় পারিশ্রমিক দিতে হবে না, আমার একটা ফোটোশ্যুট করে দাও।
611
অক্ষয়ের প্রস্তাবে সেই ফোটোগ্রাফারও রাজি হয়েছিল। সেই মতো জুহুতে ফোটোশ্যুটের জন্য সেই ফোটোগ্রাফারের সঙ্গে যান অক্ষয়।
711
সদ্যই ৩-৪ টি ছবিতে ক্লিক করতেই ঘাড় ধাক্কা দিয়ে সেই জায়গা থেকে বের করে দিয়েছিল দারোয়ান। আজও সেকথা ভুলতে পারেননি অক্ষয়।
811
অক্ষয় আরও জানিয়েছেন, আজ ৩২ বছর পরে সেখানেই একটি বিলাসবহুল বাংলো কিনেছেন তিনি।
911
তিনি জানিয়েছেন, এটা আগে থেকে পরিকল্পনা ছিল না। তবে এখন যেটা আমার বাড়ি, যেখানে আমি থাকি, যেখান থেকে সমুদ্রকে দেখি প্রাণভরে সেখানেই ঘটেছিল এই ঘটনাটি।
1011
বলিউডে আক্কিরও যেহেতু কোনও গডফাদার নেই, সেহেতু নিজেকে প্রতিষ্ঠিত করতে অক্ষয়কেও অনেক লড়াই চালাতে হয়েছে। মার্শাল আর্ট থেকে ওয়েটার, শেফ কতকিছুরই কাজ করতে হয়েছে অভিনেতাকে।
1111
তিনি আরও জানান, তিন দশক আগে যেখান থেকে সামান্য ফোটো তোলার জন্য তাকে ঘাড় ধাক্কা খেতে হয়েছিল, বছর পাচেক আগে সেখানেই আবারও ছবি তুলেছিলেন অক্ষয়। আর সেই স্মৃতি আজও অমলিন অক্ষয়ের মনে।