ডাক্তার থেকে পুলিশ, সকলকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার

সম্প্রতি মুম্বই পুলিশের এক অফিসিয়ালের সঙ্গে দীর্ঘক্ষণের মিটিংয়ের পর অক্ষয় কুমার বুঝতে পেরেছেন, দেশকে বাঁচানোর জন্য তারা কতখানি কঠিন পরীক্ষার সম্মুখিন হচ্ছেন। পুলিশ, ডাক্তার, নার্স থেকে শুরু করে সরকারি কর্মচারি, এনজিও কর্মচারি সকলেই নিজের প্রাণের বাজি রেখে দেশের জন্য লড়ছে। করোনায় আক্রান্ত মানুষের সেবা থেকে শুরু করে গরীবদের কাছে খাবার পৌঁছে দেওয়া সবেতেই এগিয়ে রয়েছে দেশের একদল মানুষ। তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য অক্ষয় কুমার একটি নতুন ট্রেন্ড শুরু করেছেন। 

Adrika Das | Published : Apr 10, 2020 5:59 AM IST
19
ডাক্তার থেকে পুলিশ, সকলকে  কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার
#দিলসেথ্যাঙ্কইউ কাগজে লিখে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কুর্নিশ জানিয়েছেন সে সকল মানুষদের যারা নিজের প্রাণ দিয়ে লড়ছেন দেশের জন্য।
29
অক্ষয় কুমারের এই উদ্যোগে পাশে রয়েছেন রাজকুমার রাও। তিনিও এই একই হ্যাশট্যাগ লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবি।
39
তালিকায় রয়েছেন অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও। যেমন শিল্পা শেট্টি কুন্দ্রা।
49
ক্যাটরিনা কাইফও ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার, পুলিশ এবং অন্যান্য মানুষকে।
59
করিশ্মা কাপুর আইপ্যাডে #দিলসেথ্যাঙ্কইউ লিখে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
69
মৌনি রায় এই ট্রেন্ড ফলো করার পাশাপাশি অক্ষয় কুমারকেও ধন্যবাদ জানিয়েছেন এই উদ্যোগ শুরু করার জন্য।
79
বিপাশা বসুও এই হ্যাশট্যাগটির সাহায্যে কুর্নিশ জানিয়ে সকলের সুরক্ষার জন্য কামনা করেছেন।
89
একতা কাপুর, বাবা জিতেন্দ্রর সঙ্গে ফ্রেম শেয়ার করেছেন #দিলসেথ্যাঙ্কইউ-এর উদ্যোগ নিয়ে।
99
বলিউডের নিউকামার ইশান খট্টরও এই উদ্যোগে সামিল হন। কাগজে #দিলসেথ্যাঙ্কইউ লিখে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos