'Covid 19' পজিটিভ বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার, কেমন আছেন স্ত্রী টুইঙ্কল-সন্তানরা

Published : Apr 04, 2021, 09:56 AM ISTUpdated : Apr 04, 2021, 10:00 AM IST

বলি থেকে টলি করোনা যেন হানা দিয়েছে বিনোদন জগতে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের গ্রাস করেছে করোনা ভাইরাস। এবার করোনায় আক্রান্ত বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমার। কোভিডে আক্রান্ত হয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের খবর জানিয়েছেন। খুব  শীঘ্রই কাজে ফিরতে পারবেন বলে আশাবাদী বলিউডের আক্কি।  

PREV
19
'Covid 19' পজিটিভ বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার, কেমন আছেন স্ত্রী টুইঙ্কল-সন্তানরা

অ্যাকশন হিরো বলতেই একটাই নাম মাথায় আসে, তিনি হলেন অক্ষয় কুমার। বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমার এবার করোনায় আক্রান্ত।
 

29

একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের গ্রাস করেছে করোনা ভাইরাস। বলি থেকে টলি, করোনা যেন হানা দিয়েছে বিনোদন জগতে। 

39

বলিউডে কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন  রণবীর কাপুর। তিনি সেরে উঠতে না উঠতেই এবার কোভিড-১৯-এ আক্রান্ত  হলেন আলিয়া ভাট।

49

করোনায় আক্রান্ত হয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের খবর জানিয়েছেন অক্ষয়।

59

আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা।

69

চিকিৎসকের পরামর্শ মেনেই চলছে পুরোদমে চিকিৎসা।  মেডিক্যাল পরামর্শও নিচ্ছেন তারকা। গত কয়েকদিনে তিনি যাদের সংস্পর্শে এসেছেন তাদের সকলেরই করোনা পরীক্ষা করানোর আর্জিও জানিয়েছেন খিলাড়ি।

79

এর পাশাপাশি অক্ষয় আরও জানিয়েছেন, 'খুব  শীঘ্রই কাজে ফিরতে পারবেন' বলে আশাবাদী বলিউডের আক্কি।

89


বর্তমানে রাম সেতু ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। ছবিতে অক্ষয়ের বিপরীতে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত ভরুচাকে দেখা যাবে। কোভিডের সতর্কবিধি মেনে শুটিং চললেও করোনার থেকে রেহাই পেলেন না অভিনেতা।

99

তবে অক্ষয় করোনা পজিটিভ হলেও স্ত্রী টুইঙ্কল ও তাদের দুই সন্তানের খবর কিছু জানা যায়নি।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories