সদ্যই প্রয়াত হয়েছেন ইরফান খান, ঋষি কাপুর, ক্রাইম পেট্রল খ্যাত অভিনেতা শফিক আনসারি, পিকে অভিনেতা সাই গুন্ডেওয়ার। ফের প্রয়াত হলেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'কাহানি ঘর ঘর কি' অভিনেতা সচিন কুমার। তার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের কাকার ছেলে সচিন কুমার। ভাইয়ের মৃত্যুর খবরে গভীর ভাবে শোকাহত অক্ষয়। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শোনা মাত্রই ভেঙে পরেছেন অভিনেতা।