অনন্যা পান্ডে বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন বাবলিনেসের হাত ধরে। চাঙ্কি পান্ডের মেয়ে হিসেবেই অবশ্য তিনি এখনও পরিচিত বেশি। তবে অনন্যা পান্ডের হটনেসকে ছাড়িয়ে যাচ্ছেন আলানা পান্ডে। অনন্যার খুড়তুতো বোন হলেন আলানা। বলিউডে আপাতত প্রবেশ করার কোনও ইচ্ছেই তাঁর নেই। এখন ওয়ার্ল্ড ট্যুরেই ব্যস্ত তিনি। একা নন, সঙ্গে রয়েছেন প্রেমিক আইভরি ম্যাক্রেভি। সে পেশায় একজন ট্যাভেল ব্লগার।
আলানাও ঘুরতে বেশ পছন্দ করেন। বহুদিন ধরেই প্রেমিকের সঙ্গে বিদেশেই লিভ ইন সম্পর্কে রয়েছে আলানা।
28
তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলই বলে দেয় তাঁরা একে অপরের প্রেমে কতটা পাগল। প্রায় নিত্যদিনই একে অপরের সঙ্গে চুম্বনে রপ্ত হয়ে সে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
38
এবারেও তার অন্যথা হয়নি। দিন কতক আগে আলানা এবং আইভরি স্নানাঘরে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতায় মজেছিলেন।
48
পরণে ছিল বাথরোব। সেই অবস্থায় চুম্বনে রপ্ত হয় ছবি পোস্ট করেছিলেন আলানা এবং আইভরি।
58
এই কারণেই প্রায়সই ট্রোলড হয়ে থাকেন আলানা। এবার অবশ্য ঘনিষ্ঠতার জন্য নয় অন্য কারণে ট্রোল হয়েছেন তিনি।
68
কলোরাডোর ভেলে প্রায় কিছুই না পরে বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন তারা। নজর গিয়েছে আলানার প্যান্টির দিকে।
78
যে প্যান্ট তিনি পরেছেন তাতে তাঁর নিতম্বের অর্ধেকাংশ বেরিয়ে এসেছে। যা দেখে মাথায় হাত নেটিজেনের।
88
সকলে প্রশ্ন করেই চলেছে, 'ঠান্ডা কি কেবল মাথাতেই লাগছে যে টুপি পরেছেন এদিকে গায়ে প্রায় কিছুই নেই। আপনার প্রেমিককেও পারলে গরম পোশাক পরান, এভাবে অসুস্থ হয়ে পড়বেন।' এৎ কোনও উত্তরই অবশ্য দেননি আলানা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।