সূত্র থেকে জানা গিয়েছিল, মিয়া-বিবি পাড়ি দেবেন মলদ্বীপে। যদিও তার আগে দুপক্ষেরই ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে দিল্লিতে বিয়ের অনুষ্ঠান সারবেন। আর সমস্ত পার্টি সেরে দুজনে যাবেন নির্জন সমুদ্র সৈকত মলদ্বীপে। করোনা সংক্রমণের জন্যই সে প্ল্যানও পরিবর্তন করা হয়েছে।