পুলিশি সহায়তায় আদৌ কি প্রেমিকা রিচাকে কাছে পাবে আলি, জল্পনা তুঙ্গে

Published : Apr 28, 2020, 09:24 AM IST

করোনার প্রকোপ সকলের ব্যক্তিগত জীবনকেই গ্রাস করেছে। একটানা লকডাউনে সকলেই গৃহবন্দি। লকডাউনের জেরে বিয়েও পিছিয়ে গেছে একাধিক তারকার। সেই তালিকায় রয়েছেন বলি অভিনেত্রী  রিচা চাড্ডা এবং অভিনেতা আলি ফজল। লকডাউনের কারণে নিজের বাড়ি থেকে অনেক দূরে আটকে পড়েছেন অভিনেতা। একমাস ধরে গৃহবন্দি হয়ে  কারোরই আর ভাল লাগছে না। প্রেমিকা রিচার জন্য একপ্রকার যেন পাগলই হয়েছেন অভিনেতা। অবশেষে মুম্বই পুলিশের সহায়তা নিতে চলেছেন আলি ফজল। লকডাউনের জেরে পুলিশি সহায়তায় আদৌ কি দেখা করতে পারবে এই লাভ বার্ডস, সেদিকেই তাকিয়ে বি-টাউন।

PREV
110
পুলিশি সহায়তায় আদৌ কি প্রেমিকা রিচাকে কাছে পাবে আলি, জল্পনা তুঙ্গে

 বলি অভিনেত্রী  রিচা চাড্ডা এবং অভিনেতা আলি ফজল চলতি মাসের ১৫ এপ্রিল  সাত পাকে বাঁধা পড়তে চলেছিলেন। কিন্তু লকডাউনের জেরে তা পুরোটাই ভেস্তে গেছে।

210

অভিনেতার ব্যক্তিগত জীবনটাও গ্রাস করেছে এই করোনা ভাইরাস। একদিকে বিয়ে পিছিয়েছে অন্যদিকে প্রেমিকার থেকে বহুদূরে আটকে পড়েছেন অভিনেতা।

310

দেখা তো দূর, যোগাযোগের মাধ্যম বলতে শুধু ভিডিও কলই ভরসা। আর এভাবেই প্রেমিকার সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা।

410


এই দুরত্ব আর কোনওভাবেই মেনে নিতে পারছেন না বলিউডের এই লাভ বার্ডস।

510

অবশেষে মুম্বই পুলিশের কাছে বিশেষ অনুমতি নিয়ে রিচার সঙ্গে দেখার ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেতা আলি ফজল।

610

রিচার জন্য মন খারাপ লাগছে। দীর্ঘদিন দেখা না হওয়ায় অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। তাই  শেষমেষ পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।

710


কিন্তু লকডাউনের জেরে এই বিশেষ অনুমতি কি মিলবে পুলিশের পক্ষ থেকে সেদিকেই তাকিয়ে রয়েছে অভিনেতা।

810

সূত্র থেকে জানা গিয়েছিল, মিয়া-বিবি পাড়ি দেবেন মলদ্বীপে। যদিও তার আগে দুপক্ষেরই ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে দিল্লিতে বিয়ের অনুষ্ঠান সারবেন। আর সমস্ত পার্টি সেরে দুজনে যাবেন নির্জন সমুদ্র সৈকত মলদ্বীপে। করোনা সংক্রমণের জন্যই সে প্ল্যানও পরিবর্তন করা হয়েছে।

910


যদিও বিয়ে নিয়ে পরিকল্পনা চললেও এখনও পর্যন্ত কোনও কিছুই বুক করে ফেলেননি অভিনেতা। পরিস্থিতি ঠিক হলেই তারা সিদ্ধান্ত নেবেন।

1010

কিছুদিন আগেই লকডাউনের মধ্যেই মুম্বইয়ের না খেতে পাওয়া মানুষদের পাশে দাড়িয়েছিলেন আলি ফজল। ব্যাটম্যানের মুখোশ পরে অভিনেতার ছবি, ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

click me!

Recommended Stories