Published : Apr 27, 2020, 02:38 PM ISTUpdated : Apr 27, 2020, 02:40 PM IST
করিনা কাপুর খান এবং শাহিদ কাপুরের সম্পর্ক এক সময় বলিউডে বহু চর্চিত জুটির মধ্যে একটি ছিল। করিনার সঙ্গে শাহিদের সম্পর্ক থাকাকালীন কোন রাখঢাক ছিল। করিনা বরং প্রত্যেকবার অফস্ক্রিনে, সাক্ষাতকারে নিজের এবং শাহিদের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। কফি উইথ করণে এসে প্রথম রিভিল করেছিলেন করিনা। শাহিদের জন্য নিরামিষাসী পর্যন্ত হয়ে গিয়েছিলেন করিনা এতটাই গভীর ছিল তাঁদের প্রেম। তাহলে হঠাৎ কী এমন ঘটল তাঁদের মধ্যে যে জব উই মেট সুপারহিট হওয়ার পরও সম্পর্কে চিড় ধরল। যার পর একে অপরের বিরুদ্ধে কেবল তিক্ততার স্মৃতিটুকুই রেখে দিয়েছিলেন।
জব উই মেটের ছবির শ্যুটিং চলাকালীনই ব্রেক আপ হয় তাঁদের। ছবি হিট হলেও তাঁদের সম্পর্ক আর জোরা লাগেনি।
212
সেই সময় একটি এমএমএস লিক হয় যা চোখ কপালে তুলে দিয়েছিলেন বিনোদন জগত এবং সিনেপ্রেমীদের।
312
করিনা এবং শাহিদের কিসিং এমএমএস। যা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে।
412
নিন্দুকদের মতে, এমএমএসটি ছবির প্রচারেরই একটি অংশ ছিল। তাই ছবির শ্যুটিং চলাকালীনই লিক হয় ভিডিওটি।
512
যেখানে শাহিদ এবং করিনাকে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছে। সেই ভিডিওটি লিক হওয়ার আগেও অবশ্য সমস্যা চলছিল তাঁদের।
612
তবে এমএমএসের কারণে করিনা সরাসরি সিদ্ধান্ত নিয়ে ফেলেন শাহিদের সঙ্গে আর থাকবেন না।
712
অনেকের মতে, শাহিদই নাকি এমএমএসটি লিক করিয়েছিলেন। এর পিছনে কারণ অবশ্য অজানা।
812
কাপুর বংশ বলিউডে নামজাদা পরিবারের মধ্যে একটি। তাঁদের বাড়ির মেয়ের এই এমএমএস কেউই ভাল ভাবে নেননি।
912
করিনা অবশ্য ভেঙে পড়েননি। পরিবারকে পাশে পেয়েছিলেন সেই সময়।
1012
কাপুর পরিবারের মেয়ে বলেই হয়তো তাঁর কেরিয়ারেও তেমন অসুবিধে হয়নি।
1112
এমএমএসটি মারাত্মক রকম ভাইরাল হলেও করিনা তখনও সেরা অভিনেত্রী।
1212
বি-টাউনে তাঁর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরাও তাঁকে সমর্থন করেছিলেন শাহিদের সঙ্গে ব্রেক আপের বিষয়টি নিয়ে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।