গ্রামে নিজের ডিপি পরিবর্তনের পর আলিয়া ক্যাপশনে লিখেছেন, পরিবার পরিজন আর বন্ধু বান্ধবদের সঙ্গে নিজের পছন্দের জায়গাতেই নতুন জীবন শুরু করলেন। গত পাঁচ বছর যে ঝুল বারান্দায় তাঁরা একসঙ্গে সময় কাটিয়েছেন, আজ তাঁরা অফিসিয়ালি দম্পত্তি। এছাড়াও আরও অনেক স্মৃতি রয়েছে আর আগামী দিনে দুজনে একসঙ্গে অনেক স্মৃতি গড়তে চান। অনেক মুভি ডেট থেকে শুরু করে ঝগড়া-বিবাদ, একসঙ্গে বসে চাইনিজ ডিস এনজয় করার মত অনেক সুন্দর মুহুর্ত রয়েছে সেখানে।