সূত্র থেকে জানা গিয়েছে, করণ জোহর তার বিতর্কিত চ্যাট শো কফি উইথ করণ-নিয়ে আসতে চলেছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই এই নতুন এপিসোড শুরু হতে চলেছে। মে মাস থেকেই নাকি শুরু হতে পারে এই শো। বলিউডের ঘনিষ্ঠ সূত্র বলছে, নবদম্পতি 'কফি উইথ করণ'-এর অতিথি হতে চলেছে। তাদের অতিথি হিসেব পেয়ে দারুণ উচ্ছ্বসিত করণ জোহর।