সেক্স-যৌনতা এই বয়সেই বুঝে গিয়েছিলেন আলিয়া, কোন ক্লাসে প্রথম প্রেমে পড়েছিলেন রণবীর ঘরনি?

Published : May 06, 2022, 09:34 AM IST

প্রেমিক-প্রেমিকার ট্যাগলাইন এখন অতীত। ওরা বিবাহিত, ওরা স্বামী-স্ত্রী, এটাই এখন ওদের পরিচয়।  দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হল রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের।  তবে বিয়ের পর কেমন কাটছে নতুন জীবন, তাদের প্রতিটা জিনিস জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সেক্স লাইভ  থেকে লাভ লাইভ নিয়েও চর্চার শেষ নেই। জানা গিয়েছে করণ জোহর তার বিতর্কিত চ্যাট শো কফি উইথ করণ-নিয়ে আসতে চলেছেন। তবে কি 'কফি উইথ করণ'-এ হাজির হতে চলেছেন রণবীর ও আলিয়া? সেখানেই কি নিজেদের সিক্রেট ফাঁস করবেন বলিউডের নবদম্পতি। সূত্রের খবর, খুব শীঘ্রই এই নতুন এপিসোড শুরু হতে চলেছে।  মে মাস থেকেই নাকি শুরু হতে পারে এই শো। এই প্রথমবার স্বামী-স্ত্রী হিসেবে কফি উইথ করণ-এ হাজির হতে চলেছেন রণবীর ও আলিয়া। এবার আলিয়ার পুরোনো প্রেম নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।  

PREV
110
সেক্স-যৌনতা এই বয়সেই বুঝে গিয়েছিলেন আলিয়া, কোন ক্লাসে প্রথম প্রেমে পড়েছিলেন রণবীর ঘরনি?

চলতি মাসের ১৪ এপ্রিল, বৃহস্পতিবার  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। একাধিক নিয়মবিধি মেনেই বিয়ে সেরেছেন রণবীর-আলিয়া। দুজনের বয়সের ব্যবধানও অনেক। তবে বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তার প্রমাণ দিলেন রণবীর -আলিয়া। 
 

210

রণবীর ৩৯ এবং আলিয়া ২৯। বয়সে অনেকটাই ছোট আলিয়াকে নিজের দুলহানিয়া বানালেন রণবীর কাপুর। বিয়ের ছুটি শেষ হতেই যেন আদাজল খেয়ে যে যার কাজে লেগে পড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। 

310

সূত্র থেকে জানা গিয়েছে, করণ জোহর তার বিতর্কিত চ্যাট শো কফি উইথ করণ-নিয়ে আসতে চলেছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই এই নতুন এপিসোড শুরু হতে চলেছে।  মে মাস থেকেই নাকি শুরু হতে পারে এই শো। বলিউডের ঘনিষ্ঠ সূত্র বলছে, নবদম্পতি 'কফি উইথ করণ'-এর অতিথি হতে চলেছে। তাদের অতিথি হিসেব পেয়ে দারুণ উচ্ছ্বসিত করণ জোহর।

410

 এই প্রথমবার স্বামী-স্ত্রী হিসেবে কফি উইথ করণ-এ হাজির হতে চলেছেন রণবীর ও আলিয়া। শোনা যাচ্ছে আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র' ছবির প্রচার করতেও দেখা যাবে তাদেরকে। তবে ছবির প্রচার ছাড়াও নিজেদের বিয়ের নতুন জীবন কেমন কাটছে তার গল্পও শোনাবেন রণবীর ও আলিয়া।

510


বিয়ের পর কেমন কাটছে নতুন জীবন, তাদের প্রতিটা জিনিস জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সেক্স লাইভ  থেকে লাভ লাইভ নিয়েও চর্চার শেষ নেই।  এবার আলিয়ার পুরোনো প্রেম নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।

610

 'কফি উইথ করণ'-এর গত তিনটি সিজনে পাঁচবার এসেছিলেন আলিয়া ভাট। তবে মনে করা হচ্ছে সপ্তম সিজনে আলিয়ার সঙ্গে দেখা যাবে রণবীরকে।  আলিয়া এই শো-তে এসেই জানান, তখন মাত্র  ২০ বছর বয়স। আমার ২ টো সিরিয়াস রিলেশনশিপ ছিল। এবং দুটো সম্পর্কই ২ বছর করে চলেছিল।

710

করণ জোহর আলিয়ার উত্তর শুনে হতবাক হয়ে বলেন, তোমার ১৭ বছর হওয়ার  আগেই দুটো সম্পর্ক ছিল। আলিয়ার করণের জবাবে বলেন, আমি সত্যিই প্রেম করেছি। যখন ক্লাস সিক্সে পড়তাম তখন থেকেই প্রেম করতাম।

810

আলিয়া আরও বলেন, তবে ওই ছোটবেলায় প্রেম বলতে ক্লাসের পাশ দিয়ে যাওয়ার সময় একটু তাকিয়ে হাসতাম ওই আর তকি। তবে  সিরিয়াস প্রেম হয়েছিল দশম শ্রেণীতে পড়ার সময়। ২ বছর সম্পর্কের পর তা ভেঙে যায়।
 

910

আলিয়া ভাট  জানিয়েছেন, মাত্র ১৪ বছর বয়সে প্রথমবার পর্দায় রণবীরকে দেখেই প্রেমে পড়েছিলেন তিনি। এবং সেই বয়সেই রণবীরকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মহেশ কন্যা আলিয়া ভাট। আলিয়া ভাট জানিয়েছেন, বর্তমানে তিনি খুবই সুখী রয়েছেন ।

1010

২০০৭ সালে 'সাওয়ারিয়া' ছবি দেখেই রণবীর কাপুরের প্রেমে পড়েছিলেন আলিয়া ভাট। আর তখনই রণবীরকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন মহেশ কন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে মুখ খুলেছেন আলিয়া ভাট।

click me!

Recommended Stories