রাম চরণ, জুনিয়র এনটিআর, এসএস রাজামৌলিকে একসঙ্গে দেখা যেতে পারে কফি উইথ করণে। অতিথি হয়ে আসতে পারেন করণ জোহরের। আরআরআর তারকাদের একসঙ্গে দেখা গেলে সেটাই হাই টিআরপি দেবে বলেও আশা করা হচ্ছে। মনে রাখবেন ধর্মা প্রোডাকশনও কিন্তু জড়িয়ে রয়েছে ট্রিপিল আরএর সঙ্গে।