ধর্ষণ ও খুনের হুমকিতে নাজেহাল ভাট কন্যারা, নেটজনতার রোষানলে এবার গর্জে উঠলেন পূজা

Published : Aug 21, 2020, 03:02 PM ISTUpdated : Aug 21, 2020, 03:06 PM IST

 স্বজনপোষণের অভিযোগে বিদ্ধ হয়েছে পুরো ভাট পরিবার। মহেশ ভাটের পাশাপাশি ভাট কন্যারাও নেটজনতার রোষের মুখে পড়েছেন। গত এক মাস ধরেই ক্রমাগত ধর্ষণের হুমকি পাচ্ছেন মহেশ কন্যারা। ক্রমাগত বাড়ছে ধর্ষণ ও খুনের হুমকি। সোশ্যাল মিডিয়ায় হুমকির স্ক্রিনশট শেয়ার করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন শাহিন, এবার পালা পূজা ভাটের। সুশান্তের মৃত্যুর পর থেকেই নেটিজেনদের রোষানলে পুরো ভাট পরিবার। নেটিজেনদের রোষের মুখে পড়ে তিতিবিরক্ত পূজা, রেগে গিয়ে এ কি করলেন অভিনেত্রী।

PREV
19
ধর্ষণ ও খুনের হুমকিতে নাজেহাল ভাট কন্যারা, নেটজনতার রোষানলে এবার গর্জে উঠলেন পূজা

সুশান্তের মৃত্যুর খবরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। অভিনেতার মৃত্যুর পর থেকেই নেপোটিজম মাথাচাড়া দিয়ে উঠেছিল।  বলিউডের কিছু প্রভাবশালী উজ্জ্বল ব্যক্তিত্বদের কারণেই মানসিক অবসাদের শিকার হয়েছিলেন অভিনেতা। এবং এই স্বজনপোষণ নীতিও তার মৃত্যুর পিছনে দায়ী বলে মনে করছেন একাংশ। স্বজনপোষণের অভিযোগে বিদ্ধ হয়েছে পুরো ভাট পরিবার।

29

মহেশ ভাটের পাশাপাশি ভাট কন্যারাও নেটজনতার রোষের মুখে পড়েছেন। গত এক মাস ধরেই ক্রমাগত ধর্ষণের হুমকি পাচ্ছেন মহেশ কন্যা আলিয়া ও শাহিন ভাট। এবার নেটিজেনদের রোষানলে পূজা ভাট। 

39


সময় যত এগোচ্ছে ততই বাড়ছে ধর্ষণ ও খুনের হুমকি।  এই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়াতে রেগে আগুন পূজা ভাট। তিতিবিরক্ত হয়ে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট সেটিং প্রাইভেট করে দিলেন পূজা ভাট।

49

আলিয়ার দিদি জানিয়েছিলেন, দ্বিতীয়াবার আবার হুমকি পেলে প্রয়োজন হলে সেই ব্যক্তির নাম প্রকাশ্যে এন এবার আইনি পথের ব্যবস্থা নেবেন। কিন্তু পূজা ভাট সে কথা বলেননি।

59


সময় যত এগোচ্ছে ততই বাড়ছে ধর্ষণ ও খুনের হুমকি।  এই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়াতে রেগে আগুন পূজা ভাট। তিতিবিরক্ত হয়ে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট সেটিং প্রাইভেট করে দিলেন পূজা ভাট।

69

অভিনেত্রী জানিয়েছেন, এতদিন এসব এড়িয়ে গেলেও আর নয় এবার থেকে যোগাযোগ করতে হলে আগে আমার অনুমতি নিতে হবে।

79

আর এই কারণেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করলেন পূজা ভাট।

89

 নেটিজেনদের আক্রমনের মুখে পড়েছে পুরো ভাট পরিবার। সুশান্তের মৃত্যুর পর ইনস্টাগ্রাম সহ  সোশ্যাল মিডিয়ায়  জনতার ক্ষোভ বাড়তে থাকে।

99

 সুশান্তের মৃত্যুর পর থেকেই তার প্রাক্তন বান্ধবী রিয়ার সঙ্গে মহেশ ভাটের পুরোনো ছবি  ভিডিও নিয়ে ফের নতুন বিতর্ক শুরু হয়েছে। এর পাশাপাশি অশ্লীল মেসেজে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাও।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories