পরিচালক মহেশ ভাটের ছোট কন্যা হিসেবে নয়, বরং অল্প বয়সেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে বি-টাউনে দাপটের সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট।
210
অভিনেতা রণবীরের সঙ্গে রিলেশন থেকে কবে তারা গাটছড়া বাঁধবেন এই নিয়ে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু সুশান্তের মৃত্যুর পর থেকেই সব যেন মুহূর্তের মধ্যে পাল্টে গেল।
310
নেটিজেনদের আক্রমনের মুখে পড়েছে পুরো ভাট পরিবার। সুশান্তের মৃত্যুর পর ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ায় আলিয়া-করণ-মহেশ-সোনাক্ষী সহ আর স্টারকিডদের উপকে জনতার ক্ষোভ বাড়তে থাকে।
410
জনতার রোষের মুখে পরে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নিজের কমেন্টও ডিলিট করে দেন আলিয়া। তবে সুশান্তের মৃত্যুর পর থেকেই তিনি স্পিকটি নট।
510
কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। চুপ থাকলেও আক্রমণ ও কটাক্ষের শিকার ক্রমশ বেড়েছে। তবে শুধু বাড়াই নয়, এতটাই চরমে পৌঁছেছে যে ক্রমাগত আসতে চলেছে ধর্ষণ ও খুনের হুমকি।
610
মহেশ কন্যা শাহিন আর চুপ থাকতে পারেননি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন। এছাড়া তিনি জানিয়েছেন, প্রয়োজনে আইনি পথেও তিনি হাঁটবেন।
710
যদি আলিয়া দীর্ঘ ১ মাস ধরেই চুপই রয়েছেন। এর কোনও প্রতিবাদই করেননি। কবে দিদি শাহিন এবার মুখ খুলেছেন।
810
শাহিন জানিয়েছেন ভারতে প্রতি ১৫ মিনিটে একজন মহিলা ধর্ষিত হন। শুধু তাই নয় ৭০ শতাংশ মহিলারাই গার্হস্থ হিংসার শিার। সেখানে আমাদের উপর এই ধরণের আক্রমণে আপনি বিস্মিত? আমি একদমই নই।
910
যে সমস্ত নেটিজেনরা এই ধরণের কদর্য মেসেজ পাঠাচ্ছেন, তাদের উদ্দেশ্যেই শাহিন কড়া বার্তা দিয়েছেন।
1010
তিনি স্পষ্ট জানিয়েছেন, এরপরও যদি এই ধরণের মেসেজে পাই তাহলে সবার আগে সেই ব্যক্তিকে ব্লক করে ইনস্টা কর্তৃপক্ষকে রিপোর্ট করব এবং প্রয়োজন হলে সেই ব্যক্তির নাম প্রকাশ্যে এন এবার আইনি পথে ব্যবস্থা নেব।