অন্তঃসত্ত্বা প্রেমিকার ভ্রূণ নষ্টের চেষ্টা আমিরের, অলক্ষ্যেই শিশুর জন্ম হয় লন্ডনে

Published : Apr 07, 2020, 01:38 PM ISTUpdated : Apr 07, 2020, 01:41 PM IST

বলিউডে সব তারকার জীবনেই কম বেশি রহস্য লুকিয়ে সথাকে। তবে আমির খানের ক্ষেত্রে বিষয়টা বেশ খানিকটা ভিন্ন। তাঁর ছবি, তাঁর অভিনয় নিয়ে মানুষের মনে যতটাই গর্ব,ততটাই অন্ধকারে রয়েছে তাঁর ব্যক্তিগত জীবন। দুটি বিয়ে তো রয়েছে, তবে অলক্ষ্যে থেকে গিয়েছে আরও এক কাহিনি। 

PREV
110
অন্তঃসত্ত্বা প্রেমিকার ভ্রূণ নষ্টের চেষ্টা  আমিরের, অলক্ষ্যেই শিশুর জন্ম হয় লন্ডনে
আমির খান বলিউডে পা রাখার পর থেকেই নিজের এক ভিন্ন পরিচিতি তৈরি করেছিলেন। অভিনয়ের গুণে সকলকে মুহূর্তে কাবু করেছিলেন আমির খান।
210
তবে ব্যক্তি গত জীবনে একাধিক ঝড় উঠেছে আমির খানের।খবরের শিরোমানে জায়গা করে নিয়েছে তাঁর লাভ লাইফ।
310
দু-দুটি বিয়ের কথা তো অনেকেরই জানা। কিন্তু তারই মাঝে অন্ধকারেই থেকে গিয়েছে আরও এক সম্পর্কের কথা। যা আজও তারিয়ে নিয়ে বেড়ায় আমিরকে।
410
প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর আমির খানও বেশ কিছুদিন বিতর্কের শীর্ষে ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা থিতিয়ে যায়।
510
এরপরই কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। কিরণের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও অনেক জল ঘোলা হয়েছে। কিন্তু তাঁরা বর্তমানে সুখে সংসার করছেন।
610
কিন্তু এসবের পেছনে রয়ে গিয়েছে এক অন্ধকার অধ্যায়। আমির খান একবার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এক সাংবাদিকের সঙ্গে।
710
ব্রিটিশ সাংবাদিক জেসিকার সঙ্গে লিভ ইনের সম্পর্কে থাকতেন আমির খান। তখনই জেসিকা অন্তঃসত্ত্বা হন।
810
সিনেমার স্ক্রিপ্টের মতই আমির খান বলেছিলেন জেসিকাকে ভ্রূণ নষ্ট করতে। কিন্তু জেসিকা তাতে রাজি হননি।
910
গুলাম ছবির সেটেই জেসিকার সঙ্গে আলাপ হয়েছিল আমির খানের। সেখান থেকেই শুরু সম্পর্ক।
1010
তবে জেসিকা আমির খানের কথায় রাজি হননি। ফিরে গিয়েছিলেন লন্ডনে। সেখানেই আমিরের ছেলের জন্ম দেন সাংবাদিক। আজও সেই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখএন আমির খান।
click me!

Recommended Stories