Published : Apr 07, 2020, 01:38 PM ISTUpdated : Apr 07, 2020, 01:41 PM IST
বলিউডে সব তারকার জীবনেই কম বেশি রহস্য লুকিয়ে সথাকে। তবে আমির খানের ক্ষেত্রে বিষয়টা বেশ খানিকটা ভিন্ন। তাঁর ছবি, তাঁর অভিনয় নিয়ে মানুষের মনে যতটাই গর্ব,ততটাই অন্ধকারে রয়েছে তাঁর ব্যক্তিগত জীবন। দুটি বিয়ে তো রয়েছে, তবে অলক্ষ্যে থেকে গিয়েছে আরও এক কাহিনি।