আমিশার রেড-হট-বিকিনি লুকে ধরাশায়ী আসমুদ্র হিমাচল

Published : Aug 16, 2022, 04:25 PM IST

গদর ২ অভিনেত্রী আমিশা পটেল সম্প্রতি কিছু হট টু হ্যান্ডেল ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, যেগুলো ইতিমধ্যেই দারুন ক্রেজ তৈরি করেছে, চলুন ছবি গুলো দেখে নিই।

PREV
16
আমিশার রেড-হট-বিকিনি লুকে ধরাশায়ী আসমুদ্র হিমাচল

বহু বছর ধরে আমিশাকে বড় পর্দায় দেখা যায়নি। তবে অভিনেত্রী প্রায়ই নিজের হট টু হ্যান্ডেল ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্টের দৌলতে লাইমলাইটে থাকেন। প্রায়ই নিজের উষ্ণ ছবিগুলি পোস্ট করে ভক্তদেরকে উন্মাদ করে তোলেন।

26

সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে একদম রেড হট অবতারে দেখা গেছে অভিনেত্রীকে। নিজের হট টু হ্যান্ডেল ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্টের দৌলতে লাইমলাইটে থাকেন। প্রায়ই নিজের উষ্ণ ছবিগুলি পোস্ট করে ভক্তদেরকে উন্মাদ করে তোলেন।

36

আমিশা নিঃসন্দেহে অন্যতম সেক্সিয়েস্ট অভিনেত্রী বি টাউনের। অন্তত তাঁর এই ছবিগুলি সেই প্রমাণই দেয়।বহু বছর ধরে আমিশাকে বড় পর্দায় দেখা যায়নি

46

তাঁর অনুগামীরা নিশ্চিত ভাবে ছবিতেও তাঁকে এরকমই সেক্সি অবতারে দেখতে চাইবেন।সম্প্রতি কিছু হট টু হ্যান্ডেল ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, যেগুলো ইতিমধ্যেই দারুন ক্রেজ তৈরি করেছে,

56

বিশ্বাস হয়? আমিশার বয়স এখন ৪৬ এই বয়সেও হাটনেসের নিরিখে অনায়াসে টেক্কা দিতে পারেন উঠতি অভিনেত্রীদের।তাঁর অনুগামীরা নিশ্চিত ভাবে ছবিতেও তাঁকে এরকমই সেক্সি অবতারে দেখতে চাইবেন

66

ফ্যানেরা আমিশার এই হট অবতারটি দারুন পছন্দ করেছেন। একজন কমেন্ট করেছেন, 'আপনি সত্যি খুব হট আর সেক্সি,' আরেকজন লিখেছেন, 'ড্রুলিং ড্রুলিং এন্ড মোড় ড্রুলিং' আবার আরেকজন ফ্যান লিখেছেন, 'কোনো প্রশংসাই যথেষ্ট নয় এই হটেস্ট কার্ভস আর বিকিনি হট বদির জন্য'।  কাজের প্রসঙ্গে আমিশাকে, সানি দেওল-এর বিপরীতে 'গদর ২'-তে দেখা যাবে এবং ডি ম্যাজিক নামের আরও একটি ছবিতে থাকছেন তিনি।

click me!

Recommended Stories