এর আগেও একটি সাক্ষাৎকারে সন্তান নিয়ে প্রশ্ন করতেই বিপাশা মুখ খুলেছিলেন। আর তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছিল। বিপাশা জানিয়েছিলেন, 'সবই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি, যেদিন উনি পরিকল্পনা করবেন সেদিনই সব হবে। এবং তাতেই আমরা খুশি।' তবে শুধু বিপাশাই নয় করণও জানিয়েছিলেন, দেশে প্রচুর শিশু রয়েছে, যাদের একজন অভিভাবক প্রয়োজন। সেরকম হলে একজন শিশুকে দত্তকও নিতে পারি। নিজে গর্ভবতী না হয়েও একজন সন্তানের মা হওয়া যায়, তার অভিভাবক হয়ে তাকে মানুষ করা যায়, আর সেটাই হল সবচেয়ে বড় প্রাপ্তি।