এই মুহূর্তে 'দ্য সেক্সিয়েস্ট ড্যাড ইন বি টাউন' অক্ষয় কুমার। ৫০ বছর বা আশেপাশের তারকাদের কথাই বলুন, অক্ষয় কুমারের নাম সবার আগে আসে। ৫৪ বছর বয়সী অক্ষয়ের নিজস্ব একটা স্টাইল আছে। তিনি চলচ্চিত্র অনুযায়ী তাঁর লুক পরিবর্তন করতে থাকেন এবং প্রতিটি লুকই ভক্তরা পছন্দ করেন। নিজেকে ফিট রাখতে অক্ষয় অবশ্যই ওয়ার্কআউট করেন, তিনি নিজের নিয়ম মেনে চলেন।তিনি এমন একজন তারকা, যার কাছে চলচ্চিত্রের লাইন লেগে রয়েছে। অক্ষয়ের হাতে প্রচুর ছবি রয়েছে, রক্ষাবন্ধন, রাম সেতু, ওএমজি ২, বাদে মিয়াঁ ছোট মিয়াঁ, সেলফির মতো ছবি মুক্তি পাবে।