অমিতাভ বচ্চনের জুহুর বাংলোর নাম যে জলসা তা জানতে কোনও ভক্তরই বাকি নেই। তবে এই এলাহি বাংলো কিন্তু কিনতে হয়নি অমিতাভ বচ্চনকে।
অমিতাভ বচ্চন থাকতেন প্রতিক্ষা বলে এক বাংলোতে। যা জলসা থেকে ১ কিলোমিটারের দুরত্বে অবস্থিত। আজও সেই বাংলো অমিতাভের খুব কাছের।
প্রতিজ্ঞাতে থাকার সময়ই সত্তে পে সত্তা ছবির প্রস্তাব আসে অমিতাভের কাছে। সেই ছবিতে অভিনয় করে সকেলর মন জয় করেছিলেন অমিতাভ।
ততটাই খুশি হয়েছিলেন ছবির পরিচালক রমেশ সিপ্পি। তিনিই এই বাংলো উপহার দিয়েছিলেন অমিতাভ বচ্চনকে। যেখানে আজও থাকেন বিগ-বি ও তাঁর পরিবার।
এই বাংলোর দাম ১০০ থেকে ১২০ কোটি টাকা বর্তমানে। ভেতরে সাজানো বাগান থেকে শুরু করে সুইমিং পুল, সবই এক কথায় জলসায় ইউনিক।
পরিবারের সকলে ছবি থেকে শুরু করে অনবদ্য ডিজাইনে সাজানো ট্রইং রুম থেকে শুরু করে লিভিং রুম। একান্তে সময় কাটন অমিতাভ এই স্টাডিতেই।
এক সাক্ষাৎকারে জয়া বচ্চন জানিয়েছিলেন তিনি ও অমিতাভ বচ্চন মোট ১০০০ কোটি টাকার মালিক। তাঁদের সম্পত্তির লিখিত হিসেবও দিয়েছিলেন জয়া নির্বাচনের সময়।
এই জলসাই দেখার জন্য ভিড় জমিয়ে থাকেন ভক্তরা। অমিতাভের বাড়ির অন্দরমহল এক কথায় স্বপ্নের মত।
Jayita Chandra