আর্থিক সংকটে ছিলেন অমিতাভ, বাধ্য হয়েছিলেন বি গ্রেড ছবি করতে

বিনোদন জগতে ওঠা-পড়া লেগেই থাকে। প্রতিটা পদক্ষেপে থাকে অনিশ্চয়তা। কখনও সামনে আসে সাফল্য কখনও আবার কেরিয়ারে নয়া বাঁকে অপেক্ষা করে যুদ্ধ। এমনই পরিস্থিতিতে পড়তে হয়েছিল অমিতাভ বচ্চনকেও। বাধ্য হয়েছিলেন বোল্ড ছবিতে অভিনয় করছে। 
Jayita Chandra | Published : Apr 10, 2020 10:59 AM IST / Updated: Apr 10 2020, 04:34 PM IST
19
আর্থিক সংকটে ছিলেন অমিতাভ, বাধ্য হয়েছিলেন বি গ্রেড ছবি করতে
বলিউডে পা রাখার পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিলেন অমিতাভ বচ্চন। প্রথ দিকে একের পর এক ছবি হাতে আসলেও ভাগ্য ফিরিয়েছিল শোলে। 
29
সেখান থেকেই শুরু। এরপর আর অমিতাভ বচ্চনকে আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক ঝড়ি করে বক্স অফিসে ঝড় তুলেছিলেন তিনি। 
39
জয়া বচ্চনকে যখন বিয়ে করেছিলেন তখনও পর্যন্ত আর্থিকভাবে স্থিতিশীল হননি অমিতাভ। রোজগার ছিল ভালোই তবে পসার জমেমি অভিনেত্রা। 
49
এরপরই হাতে আসতে থাকে একের পর এক ছবি। তবে ত্রিশ বছর কাজ করার পর মাঝে খানিকটা সময়ের জন্য ছবি কমে গিয়েছিল অমিতাভের হাতে। 
59
পরিস্থিতি সামাল দিতেই তিনি হাতে পাওয়া ছবিকে ফিরিয়ে দেননি। আর্থিক মন্দা কাটাতে গ্রহণ করেছিলেন বি গ্রেড ছবির প্রস্তাব। 
69
ছবির নাম ছিল বুম। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। সাধারণ অমিতাভকে এই চরিত্রে দেখে অভ্যস্থ ছিল না দর্শকেরা। 
79
ফলে বুম ছবি মুখ থুবরে পড়ে ছিল বক্স অফিসে। যদিও আর্থিক ক্ষতি বেশ কিছুটা সামলে উঠেছিলেন অমিতাভ। 
89
তবে এই শুরু এই শেষ। এরপর থেকে আর অমিতাভ বচ্চবনকে ফিরে তাকাতে হয়নি। কারণ এরপরই তাঁর কেরিয়ারে শুরু হয়েছিল নতুন অধ্যায়। 
99
অমিতাভ বচ্চনের এই ছবি ভক্তরা গ্রহণ করতে না পারলেও অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছে যাঁরা পরিস্থিতির চাপে এই ধরনের ছবি করেছেন। 
Share this Photo Gallery
click me!

Latest Videos