টাকার অভাবে দেউলিয়া হয়েছিলেন অমিতাভ, ব্যাঙ্ক থেকে বারে বারে পাচ্ছিলেন হুমকি

Published : Mar 01, 2021, 09:34 AM IST

রবিবারই সামনে আসে অমিতাভ বচ্চনের অসুস্থতার খবর। এদিনই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করে সাফ জানিয়ে দেন তিনি ভালো নেই। এতেই বাড়ে উদ্বেগ। তিনি যেন পান সেরা চিকিৎসা, এই প্রার্থনাই এখন ভক্তমহলের। 

PREV
110
টাকার অভাবে দেউলিয়া হয়েছিলেন অমিতাভ, ব্যাঙ্ক থেকে বারে বারে পাচ্ছিলেন হুমকি

যেখানে এমন প্রার্থনা করে ভক্তদের দিন কাটছে, ঠিক সেই মানুষটার জীবনেই একদিন এমন এক রাত কাটে যা ভোলার নয়। 

210

আজ বিপুল পরিমাণ সম্পত্তি, বিপুল পরিমাণ প্রতিপত্তি। কিন্তু একটা সময় তিনি ছিলেন দেউলিয়া। 

310

রাত দিন ব্যাঙ্ক থেকে আসতে থাকে একের পর এক ফোন। ঠিক কবে টাকা ফেরত দেবেন তিনি! ওঠে প্রশ্ন। 

410

নিজের যাবতীয় সম্পত্তি দিয়ে অমিতাভ বচ্চন একটি কম্পানি খুলে বসেন। সেখানে ক্ষতির মুখ দেখতে হয় তাঁকে। 

510

এক সময় যাবতীয় টাকা শেষ হয়ে যায়। সংস্থার নাম এবিসিএল। এই সময় পরিবারের সকলেই ছিল পাশে। 

610

টাকা দিয়ে সাহায্য করেছিলেন খোদ ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু এত মোটা অঙ্কের টাকা ফেরত দেওয়া সম্ভব হয়নি। 

710

যার ফলে রীতিমত হুমকি পেতে হয়েছিল অমিতাভ বচ্চনকে। সেই মুহূর্তে তাঁর ভাগ্য ফেরায় কউন বনেগা ক্রোড়পতি। 

810

এই রিয়ালিটি শোই অমিতাভকে মোটা টাকা দিয়ে বুক করে। এই সময় কেবল মাত্র টাকার জন্য বি গ্রেডেট ছবিতে শ্যুট করা থেকেও পিছু পা হননি অমিতাভ বচ্চন। 

910

যদিও একটা সময়ের পর সেই পরিস্থিতি টাকিয়ে ওঠেন তিনি। এরপর থেকে কোনও সংস্থাতে সেভাবে বিনিয়োগ করতে দেখা যায়নি অমিতাভকে।

1010

নির্বাচনের সকল খবর পেতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার লিঙ্কে। 

click me!

Recommended Stories