অন্তরঙ্গ অবস্থায় বাবা মাকে দেখে রীতিমতো হতবাক হয়েছিলেন অভিষের। কারণ অমিতাভ এবং জয়াকে এর আগে কোনওদিনও এতটা ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়নি। সালটা ২০১৪, ১৪ জানুয়ারি। মুম্বইতে অনুষ্ঠিত স্ক্রিন অ্যাওয়ার্ডে মিঃ এবং মিসেস বচ্চনকে চুম্বন করতে দেখা গেছিল, যা দেখামাত্রই সকলে চমকে গেছিলেন।