করণ জোহারঃ যে পরিচালকের হাত ধরে একের পর এক তারকারা উঠে এসেছে বলিউডে, সেই পরিচালকই এক সময় অবসাদে ভুগছিলেন। এক বৈঠকের মাঝে তাঁর মনে হয়েছিল, হার্ট অ্যাটাক হবে। ছুঁটে গিয়েছিলেন ডাক্তারের কাছে। জানিয়েছিলেন ডিপ্রেসন। করণের মতে যখন কাছের বলতে তেমন কেউ থাকে না, তখন মানুষ এভাবেই অবসাদের শিকার হন।