Published : Feb 22, 2021, 12:53 PM ISTUpdated : Feb 26, 2021, 01:25 PM IST
সইফ ও করিনার মধ্যে থাকা প্রেমের সম্পর্ক যখন প্রকাশ্যে এসেছিল ঠিক তখনও প্রশ্ন ওঠে সইফ পুত্র ও কন্যার সঙ্গে করিনা কতটা মানিয়ে নিতে পারবে। কোনও রকমের রাখ ঢাক না করেই সইফ জানিয়েছিলেন সারাই তাঁকে সাহায্য করে করিনার জন্য সেলিব্রেশন প্ল্যান করতে। তবে অমৃতার মনের অবস্থাটা ঠিক কেমন ছিল এই সম্পর্কে! কখনও কি দেখা গিয়েছে তৈমুরের সঙ্গে তাঁকে!