প্রেমে বিচ্ছেদ, ভ্যালেন্টাইন্স ডে-তে মন খারাপ, অনন্যার টিপসেই এবার করুন বাজিমাত

Published : Feb 14, 2021, 11:11 AM IST

যেদিকে তাকানো যায়, সেদিকেই লালের ছোঁয়া। গোলাপ থেকে শুরু করে দোকানে থাকা বিভিন্ন উপহার। সকলেই কিনছে পছন্দ ও বাজেট মত। কিন্তু অনেকেই আছেন যাঁরা পছন্দ থাকলেও বা  পকেটে টাকা থাকলেও নিরাস হচ্ছেন। কারণ একটাই বিচ্ছেদ। 

PREV
110
প্রেমে বিচ্ছেদ, ভ্যালেন্টাইন্স ডে-তে মন খারাপ, অনন্যার  টিপসেই এবার করুন বাজিমাত

প্রেমদিবসে যেমন অনেকের মন বেজায় খুশ, ঠিক তেমনই অনেকেই আছেন, যাঁরা সম্প্রতি বিচ্ছেদের মধ্যে দিয়ে গিয়েছেন, তাঁদের বেশ মন খারাপ।

210

কিন্তু এই পরিস্থিতিতে অবসাদ কিংবা ডিপ্রেসন নয়। জীবন কোনও কারণেই থেমে থাকতে পারে না। আর সেই কঠিন সত্যিকেই মানতে হয়। 

310

বিচ্ছেদ কীভাবে কাটিয়ে উঠবেন, এবার তা নিয়ে মুখ খুললেন অনন্যা পান্ডে। ভক্তদের জানালেন, বিচ্ছেদের সময় ঠিক কী করা উচিৎ। 

410

সবার আগে যা করবেন, তা হল নিজেকে একটু সময় দেওয়া। নিজেকে ভালোবাসা। 

510

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন অনন্যা পান্ডে। তিনি জানালেন, নিজেকে নিয়ে একটা দিন বেশ মজায় কাটান। মাঝে মধ্যে একটা ছুটি নিন। 

610

বন্ধুদের সঙ্গে সময় কাটান। বন্ধুদের নিয়ে হ্যাংআউটে গিয়ে সময় কাটান। মাঝে মধ্যে একা থাকাও জরুরী। 

710

রেহানার যে কোনও গানে একটু নেচে ফেলা বা যে কোনও ব্রেকআপ গানের সঙ্গে পায়ে পা মিলিয়ে সেলিব্রেট করা । 

810

শেষে একটাই পরামর্শ দেন অনন্যা, তোমার মনের মানুষ খুঁজে পেতে, তোমায় অনেক  মানুষকেই টেস্ট করে দেখতে হবে। 

910

যার ফলে ব্রেআপ একটা স্বাভাবিক বিষয়। এতে ভেঙে না পড়ে, বরং নিজেকে পড়ের পদক্ষেপের জন্য তৈরি করে নেওয়াটাই আসল লক্ষ্য হওয়া উচিৎ। 

1010

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories