Published : Feb 14, 2021, 10:26 AM ISTUpdated : Feb 14, 2021, 10:28 AM IST
বরাবরই সাফ কথা বলতে পছন্দ করেন দীপিকা পাড়ুকোন। কখনও নিজের বিষয় রাখ-ঢাক করে কথা বলা তাঁর অভ্যাস নয়। প্রেম থেকে শুরু করে বিচ্ছেদ, বিয়ে, সবই যেন তাঁর ভক্তমহলের নখ দর্পনে। ঠিক একইভাবে প্রয়োজন বুঝলে সঠিক সময় কড়া জবাব দিতেও ভোলেন না দীপিকা।