Ananya Panday Hot Photo : সি-থ্রু পোশাকে 'Superhot' অনন্যা, সুডৌল বক্ষ-বিভাজিকার নেশায় বুঁদ ভক্তরা

Published : Jan 08, 2022, 04:05 PM ISTUpdated : Jan 08, 2022, 04:21 PM IST

'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২'-ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে-র। স্টারকিড তকমা ঝেড়ে ফেলে তিনি এখন লাস্যময়ী। গা গরম করা ফোটোশ্যুটে ভক্ত তথা নেটিজেনদের নজরে থাকেন অনন্যা। ২০২২-এর শুরুতেই ভোল বদল করে একেবার নয়া অবতারে রাতের ঘুম ওড়ালেন অনন্যা। কিলার লুকে অনন্যাকে দেখে ঘাম ঝরছে ভক্তদের।

PREV
112
Ananya Panday Hot Photo : সি-থ্রু পোশাকে 'Superhot' অনন্যা, সুডৌল বক্ষ-বিভাজিকার নেশায় বুঁদ ভক্তরা

২০২১ -এ মাদককান্ডে আরিয়ান খানের সূত্র ধরেই শিরোনামে উঠে এসেছিলেন অনন্যা পান্ডে। আচমকাই বাড়িতে এনসিবি হানা, দফায় দফায় জিজ্ঞাসাবাদ,ইডি-র জেরা , নেটিজেনদের কটাক্ষ আরও কত কি সামলাতে হয়েছে অনন্যাকে। এককথায় ২০২১-এ যেন ঝড় বয়ে গেছে অনন্যার (Ananya Panday) উপর দিয়ে। আপাতত মাদক বিতর্ক এখন অতীত। 
 

212

 ২০২২-এর শুরুতেই ভোল বদল করে একেবার নয়া অবতারে রাতের ঘুম ওড়ালেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে (Ananya Panday) । কিলার লুকে অনন্যাকে দেখে শীতের উষ্ণতায় রীতিমতো ঘাম ঝরছে ভক্তদের।

312


নতুন বছরের শুরুতেই নিজের লুক একেবারে পাল্টে ফেলেছেন অনন্যা পান্ডে। নিউকামার অনন্যাকে রূপের জাদুতে মোহিত ভক্তরা  (Ananya Panday)।  অভিনেত্রীর গা গরম ফোটোশ্যুটে কুপোকাত হয়েছেন ভক্তরা।

412

সম্প্রতি অনন্যা পান্ডে  (Ananya Panday) সোশ্যাল মিডিয়ায় হট লুকের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। ছবি ভাইরাল হতেও খুব বেশি সময় নেয়নি। প্রতিটি ছবিতেই ভরা যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে অনন্যার।
 

512

অনন্যার (Ananya Panday) পোস্ট করা ছবিতে লাইকও কমেন্টের সংখ্যা বেড়েই চলেছে। কালো রঙের সি-থ্রু স্টাইলিশ ব্যাকলেস টপ, হাঁটু পর্যন্ত তোলা লেদারের বুট পরেছেন অনন্যা। শীতের পারদ কমতেই উষ্ণতার পারদ চড়ালেন অনন্যা পান্ডে।

612

 


সি-থ্রু পোশাকের সঙ্গে অনন্যার হেয়ারস্টাইলও পুরো অন্যরকম লুক দিয়েছে অভিনেত্রীকে। সাধারণ এবং গর্জিয়াস লুকে পুরো লেডি কিলার অনন্যা  (Ananya Panday) । অনন্যার ব্যাকলেসে চোখ আটকে রয়েছে নেটিজেনদের।

712

সি-থ্রু পোশাকে উন্মুক্ত বক্ষ-বিভাজিকার খাঁজ। শরীরী নেশায় রীতিমতো কালঘাম ছুটিয়েছেন অনন্যা।  অভিনেত্রীর  গা গরম করা ছবিতে ফ্যানেরাই  শুধু পাগল হননি, সেলিব্রিটি তারকাদেরও প্রশংসা কুড়িয়েছেন অনন্যা পান্ডে  (Ananya Panday) ।

812

অনন্যার  (Ananya Panday) হট ছবিতে ব্রেস্টফ্রেন্ড সুহানা কমেন্টে লিখেছেন 'সেক্সি'। এবং শানায়া কাপুরও ভালবাসার ইমোজি পোস্ট করেছেম। সঞ্জয় কাপুর, সীমা খান, নীলম কোঠারি , রাকুল প্রীত, সুহানা খান সকলেই অন্যনার লুকে ফিদা।

912

ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই লক্ষ লক্ষ লাইক পড়েছে। প্রিয় নায়িকার কিলার লুকে সকলেরই চোখ আটকে  (Ananya Panday) । 'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২'-ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে-র। 

1012

স্টারকিড তকমা ঝেড়ে ফেলে তিনি এখন লাস্যময়ী। হট অ্যান্ড বোল্ড ফোটোশ্যুটে ভক্ত তথা নেটিজেনদের নজরে থাকেন অনন্যা  (Ananya Panday) । আপকামিং ছবে 'গেহরাইয়া'-তে দেখা যাবে অনন্যাকে। ছবিতে অনন্যা ছাড়া দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী অভিনয় করছেন। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা। তবে করোনা যে হারে বাড়ছে তাতে আদৌ মুক্তি পাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

1112


এছাড়াও এই মুহূর্তে বেশ কিছু ছবির কাজও  রয়েছে অনন্যার  (Ananya Panday) হাতে। যেমন জোয়া আখতার পরিচালিত, 'খো গায়ে হাম কাহা' -ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে অনন্যাকে। অন্যদিকে বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেই অভিনয় করছেন অনন্যা। ইতিমধ্যেই সুপারস্টার বিজয়েপ সঙ্গে ছবিতে কাজ করছেন অনন্যা।

1212

 দিন কয়েক আগেই নিউ ইয়ার সেলিব্রেশনে মুম্বইয়ের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলো প্রেমিকের সঙ্গে উড়ে গিয়েছিলেন অনন্যা পান্ডে  (Ananya Panday)।  বলিপাড়ার চর্চিত প্রেমিক ঈশানের সঙ্গে রণথম্বোরে ছুটি কাটিয়েছেন অনন্যা পান্ডে। অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলে আসছে। সূত্র বলছে ঈশানকে সঙ্গে নিয়েই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন অনন্যা। 

click me!

Recommended Stories