সকাল সকাল ঢিলে ঢালা পুলওভার পরে এয়ারপোর্টে হাজির অনন্যা পান্ডে। পায়ে স্নিকার, হাতে স্টাইলিশ ব্যাগ, মুখে মাস্ক, এতক্ষণ সব ঠিক থাকলেও প্যান্ট পরতেই ভুলে গেছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। ট্রোলড হওয়া যেন অনন্যার কাছে কোনও ব্য়াপার নয়। বলিউডে পা রেখে ছবির থেকে ট্রোলিংয়ের জন্য অনেক বেশি চর্চায় থেকেছেন অভিনেত্রী।
পায়ে স্নিকার, হাতে স্টাইলিশ ব্যাগ, মুখে মাস্ক, এতক্ষণ সব ঠিক থাকলেও প্যান্ট পরতেই ভুলে গেছেন অভিনেত্রী। উরু দেখিয়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।
39
কীভাবে এইরকম পুলওভার পরে তিনি এয়ারপোর্টে চলে এলেন এবং কীভাবেই বা প্যান্ট পরতেই ভুলে গেলেন অভিনেত্রী, তা নিয়েই একাধিক প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
49
যদিও ট্রোলড হওয়া যেন অনন্যার কাছে কোনও ব্য়াপার নয়। বলিউডে পা রেখে ছবির থেকে ট্রোলিংয়ের জন্য অনেক বেশি চর্চায় থেকেছেন অভিনেত্রী।
59
তবে এই নিয়ে একদমই মাথা ঘামান না অনন্যা। কখনও লাভলাইভ, আবার কখনও ফ্যাশন বরং এই নিয়ে একাধিকবার ট্রোলিংয়ের শিকার হয়েছেন অনন্যা।
69
নিজেকে একটু বদলাতে চান না অভিনেত্রী। উল্টে নিজেই জানান, আমাকে অনেকেই কঙ্কাল বলে, আমার পা দুটো নাকি খুব রোগা আর লম্বা। তিনি সবটা যেন হাসিমুখে মেনে নিয়েছেন।
79
ছবি প্রকাশ্যে আসতেই কুরুচিকর মন্তব্যে ভরে গিয়েছে অনন্যার সোশ্যাল মিডিয়া। তার ফ্যাশন স্টেটমেন্ট যে কতটা নিম্নরুচির তা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।
89
বলিউডের অন্দরে কান পাতলেই শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। বছরের শেষে মলদ্বীপে বিকিনিতে পোজেও উত্তাপ বাড়িয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
99
তবে শুধু বিদেশে একান্তে নয়, মুম্বইতেও একসঙ্গে দেখা যায় এই লাভবার্ডসকে। দিওয়ালি ছবিতে একসঙ্গে জুটি বেঁধে হাজির হয়েছিলেন ঈশান-অনন্যা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।