বলিউডের মাধুরী, শ্রীদেবী, ঐশ্বর্য সকলেরই নায়ক তিনি। তবে বাস্তবেও নাকি একাধিক প্রেম এসেছে অনিলের জীবনে (Anil Kapoor)। বলিউড সূত্র বলছে, সুনীতাকে বিয়ের আগে নাকি তিনি একাধিকবার প্রেমে পড়েছেন। তাও একবার একজন কিংবা দুইজন নয়, ২৫ জন যুবতীর প্রেমে পড়েছিলেন অনিল কাপুর।