অফিসের টেবিলে মিলিন্দের সেক্স সিন, কী বললেন অঙ্কিতা

'ফোর মোর শটস' ওয়েব সিরিজটি প্রথম সিজন থেকেই ডিজিটাল দর্শকের মধ্যে উন্মাদনা ছড়িয়েছিল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি জিনিসে যেমন পরিবর্তন আসে, তেমনই বিনোদনের জগতেও এসেছে বিপুল পরিবর্তন। চারজন বান্ধবীদের নিয়ে তৈরি ফোর মোর শটসের চিত্রনাট্য। তাঁদের ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন, সবকিছুই দেখানো হয়েছে প্রায় ফিল্টার ছাড়াই। যেমন ভিজে বানির লেজবিয়ান হওয়া, মিলিন্দ সোমনের সঙ্গে সায়নি গুপ্তার সেক্সের দৃশ্য। যা নিয়ে কম চর্চা, নিন্দা এবং সমালচনা হয়নি। অধিকাংশ দর্শকের সেই দৃশ্যে ছিল আপত্তি। তাহলে মিলিন্দের স্ত্রী অঙ্কিতা এ বিষয় কী ভাবেন।

Adrika Das | Published : Apr 26, 2020 1:00 PM
110
অফিসের টেবিলে মিলিন্দের সেক্স সিন, কী বললেন অঙ্কিতা

লকডাউনের মাঝে সম্প্রতি এক সাক্ষাতকারে বেরিয়ে এল অঙ্কিতার প্রতিক্রিয়া। মিলিন্দের সঙ্গমের দৃশ্য, স্টিমি রসায়ন কীভাবে মেনে নিয়েছিলেন অঙ্কিতা।

210

মিলিন্দ জানালেন, অঙ্কিতার এই নিয়ে কোনও সমস্যাই নেই, বরং ও সাধারণ রিয়্যাকশনই দিয়েছে। 

310


অঙ্কিতা নাকি সঙ্গমের দৃশ্যগুলি নিয়ে বেশ উৎসাহিত থাকতেন। কোনও জেলাসিই কাজ করত না তার মধ্যে। ফোর মোর শটসের প্রথম সিজনের স্ক্রিপ্ট মিলিন্দ, অঙ্কিতার সঙ্গেই বসে পরছিলেন। 

410


চিত্রনাট্যে যেখানে লেখা ছিল, মিলিন্দ অন্তর্বাসে টেবিলের দিকে এগিয়ে আসছেন, তা পরে বেশ উৎসাহিত হয়ে উঠেছিলেন অঙ্কিতা।

510

তবে এই ধরণের দৃশ্য কোনও ফিল্ম বা ওয়েব সিরিজে থাকলে মিলিন্দ আগে অঙ্কিতার সঙ্গে পরামর্শ করে নেন।

610

তিনি নাকি আগে কখনই কোনও বিষয় নিজের মা কেও কিছু বলেননি। তবে বিয়ের পর অনেকটাই বদলে গিয়েছেন মিলিন্দ।

710

দৃশ্যটি নিয়ে দর্শকদের মধ্যে শোরগোল পড়ার কারণ হল এখনও পর্যন্ত হলিউডের মত অ্যাক্সেপটেন্স ভারতীয় বিনোদন জগতে আসেনি।

810

চারটি মেয়ের বিভিন্ন রকমের সেক্সের দৃশ্যের মধ্যে মিলিন্দ এবং সায়নীরটা খানিক আলাদা ছিল।

910


অফিসের কনফারেন্স রুমেই শ্যুট করা হয়েছে তাঁদের সঙ্গমের দৃশ্য, যা বেশ কিছু দর্শকের কাছে অকওয়ার্ড।

1010

অফিসের কয়েকজন লোক টেবিলের চারিধারে বসে, সেখানেই হঠাৎই শুরু হয় সেই সেক্স সিন। অস্বাভাবিক ঠিকই কিন্তু কিছুটা ড্রিম সিক্যুয়েন্সের মত শ্যুট করা হয়েছে দৃশ্যটি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos