মাধুরি দিক্ষীত, প্রিয়ঙ্কা চোপড়া, মালাইকা আরোরা, মোনা সিং-দের সামনেই অঙ্কিতা বলেছিলেন- আমি যদি ওকে আই লাভ ইউ বলি- সেটাই যথেষ্ট, বাকিটা ও বুঝে নেবে আমি কী বলতে চেয়েছি। সুশান্তকে এমনই ভরসা করতেন অঙ্কিতা। সুশান্তকে জড়িয়ে ধরে তাঁর বুকের মধ্যে সর্বসমক্ষে মুখ গুঁজে দিতেও লজ্জা পেতেন না। কারণ মনে করতেন সুশান্ত সিং রাাজপুত-ই তাঁর জীবনের শেষ ঠিকানা। আর তাই তিনি সুশান্তকে কুক্কু বলে ডাকতেন।