মেহেন্দি আর্টিস্ট বীণা নাগডার সঙ্গে অঙ্কিতার ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পুরোপুরি মারাঠি লুকে ধরা দিয়েছেন অঙ্কিতা (Ankita Lokhande)। মাথায় গজরা, নাকে নথনি, কাপলে মারাঠি টিপ, হাতে সবুজ চুড়ি, প্রি-ওয়েডিংয়ে পারফেক্ট মারাঠি লুকেই ঝড় তুলেছেন অঙ্কিতা লোখান্ডে।