কাল ছিলেন সুশান্তের বিধবা, বছর ঘুরতেই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনে হট পোজ, তোপের মুখে অঙ্কিতা

Published : Feb 19, 2021, 08:20 AM IST

অঙ্কিতা লোখান্ডে, বলিউডে ছোট খাটো কাজ করলেও এই নামটা খুব একটা ছিল না লাইম লাইটে। সেই সূত্রেই একের পর এক খবরের শিরোনামে যখন সুশান্ত মৃত্যু কেস উঠে আসে, ঠিক তখনই একইভাবে সুশান্তের হয়ে সুর চরিয়ে লাইম লাইটে আসেন এই অভিনেত্রী। 

PREV
110
কাল ছিলেন সুশান্তের বিধবা, বছর ঘুরতেই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনে হট পোজ, তোপের মুখে অঙ্কিতা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গল্পরে নায়িকা হয়ে ওঠেন অঙ্কিতা লোখান্ডে, আর ভিলেন রিয়া চক্রবর্তী। সকলেই এক পলকে ভুলে যায় রিয়াই ছিলেন বর্তমান প্রেমিকা। 

210

অঙ্কিতার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল না সুশান্তের। তবুও সুশান্তের শেষ কাজে যেভাবে নিজেকে উজার করে দিয়েছিলেন অঙ্কিতা তাতে প্রশংসা পান তিনি। 

310

সাদা পোশাক পড়ে সকলের সামনে তিনি দাবি করেন, তিনি সুশান্তের বিধবা। সেই মর্মেই সকলে দাঁড়িয়েছিলেন অঙ্কিতার পাশে।

410

ন্যায় বিচার চেয়ে পরিবারের সঙ্গে একাধিকবার সুর চরিয়েছিলেন অঙ্কিতা। বলেছিলেন তাঁর জীবন থেকে সব রঙ হারিয়ে গেল।

510

তবে কয়েকমাস যেতে না যেতেই সব রঙ আবারও ঠিক নিজের ছন্দেই ফিরে এলো। যা মেনে নিতে নারাজ নেট দুনিয়া। 

610

কয়েকমাস ঘুরতে না ঘুরতেই প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে প্রেম। লাইমলাইটে অঙ্কিতা। নাচে গানে মজে অভিনেত্রী। 

710

তাহলে সসুশান্তকে ঘিরে তৈরি হওয়া অবসাদ, রাতারাতি উবে গেল, এমন প্রশ্নেরই উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে নেট দুনিয়া। 

810

বর্তমানে তিনি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনে প্রেমিক ভিকিকে নিয়ে সিমলা পাড়ি দিয়েছেন। সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করেন তিনি। 

910


আর তা দেখা মাত্রই আবারও পড়তে হয় অঙ্কিতাকে রোষের মুখে, আবারও ওঠে একই প্রশ্ন মনের সব ব্যাথা কমে গেল, কয়েক মাসেই! 

1010

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories