'অন্তিম '-এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সলমন খানের বড় ভাই আরবাজ খান। তবে তিনি একা নন দীর্ঘদিনের চর্চিতা প্রেমিকা জর্জিয়াকে সঙ্গে নিয়েই হাজির হয়েছিলেন স্পেশ্যাল স্ক্রিনিংয়ে। ধূসর রঙের ব্লেজার পরে দেখা গিয়েছে আরবাজকে। লাল ব্লেজার, থাই পর্যন্ত বড় বুট, খোলা চুলে লাস্যময়ী আরবাজের প্রেমিকা জর্জিয়া।