Published : Feb 07, 2021, 07:35 PM ISTUpdated : Feb 07, 2021, 07:36 PM IST
মা হওয়ার পর এ যেন এক অন্য জগৎ। জীবনে নতুন সদস্যের আগমণ। তাকে নিয়ে কেটে যায় সারা দিন সারা রাত। প্রথমে অভিনেত্রীর জীবন তারপর স্ত্রীয়ের এখন মায়েকর ভূমিকা পালন করে চলেছেন অনুষ্কা শর্মা। জানুয়ারি মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। তারপরই সাংঘাতিক বেড়ে গিয়েছে দায়িত্ব। একের পর এক নতুন কাজ শিখছেন, মেয়ের দেখভাল করছেন।