মেয়ে হওয়ার পর সেরকম পার্টি মুডে দেখা যায়নি অনুষ্কা শর্মাকে। গত কয়েকবছর ধরেই পার্টি থেকে দূরে থাকেন অনুষ্কা শর্মা। কারণ বেশিরভাগ সময়টাই বিরাটের সঙ্গে নয় ট্যুরে থাকেন আর তা হলে ভামিকার সঙ্গে সময় কাটান।
অনুষ্কার আপকামিং ছবি 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিংয়ের জন্য আপাতত কলকাতাতেই রয়েছেন বিরাট ঘরনী। তাজ বেঙ্গলের পুলসাইডে 'চাকদা এক্সপ্রেস'-এর টিমের সঙ্গে জমিয়ে পার্টি করলেন অনুষ্কা শর্মা। সাবেকিয়ানা ও আধুনিকতার সংমিশ্রণ ধরা পড়ল অনুষ্কার সাজে।
69
সবুজ রঙের সি থ্রু রাফেল শাড়ির সঙ্গে বিকিনি ব্লাউজে লাস্যময়ী অনুষ্কা। বক্ষের খাঁজ উন্মুক্ত করে হট অবতারে ধরা দিয়েছেন বিরাট পত্নী। গলায় ভারী নেকলেস, খোলা চুল, হালকা মেক আপে অনুষ্কার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে।
79
নিজের সোশ্যাল মিডিয়ায় হট লুকে ছবি পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। ছবি পোস্ট করতেই প্রশংসার বন্যা বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। বউয়ের এই রূপ দেখে পাগল হয়ে গেছেন বিরাটও। এককথায় বলতে গেলে অনুষ্কার এই সেক্সি লুক দেখে কার্যত বাকরুদ্ধ হয়ে গেছে বিরাট।
89
সকলের মধ্যে জ্বলজ্বল করছে বিরাটের কমেন্ট। যেখানে লাল হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন সঙ্গে আরও একটি ইমোজি দিয়েছেন যেখান দেখা যাচ্ছে, চোখ ফেটে হৃদয় বেরিয়ে আসছে। অনুষ্কাকে দেখে যে নিজেকে ঠিক রাখতে পারছেন না তা কমেন্টের মাধ্যমেই প্রকাশ করেছে বিরাট কোহলি।
99
দীর্ঘ চার বছরের বিরতির পর বলিউডে কামব্যাক করেছেন অনুষ্কা শর্মা। প্রসঙ্গত, পরিচালক প্রসিত রায়ের চাকদা এক্সপ্রেস-এ দিয়েই কামব্যাক করছেন অনুষ্কা শর্মা। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'।