অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি (Anushka Sharma and Virat Kohli )। তাঁদের জীবনের সবকিছুই যেন রূপকথার (Dream) মত। তাঁদের প্রেমকাহিনি (Love Story) থেকে শুরু করে বিয়ে (Marriage) সমস্তই ভক্তদের (Fans) কাছে স্বপ্নের মত। সেই রূপকথা থেকে এখন তাঁদের নতুন পথচলা। দুই থেকে এবার তিন হয়েছেন এই সেলেব জুটি। তাঁদের প্রতিটি ছবিতেই ভক্তদের লাইকের ঝড় বয়ে যায়। অনুষ্কা শর্মা এবার ফাঁস করলেন এক গোপন তথ্য।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা যেন নেটদুনিয়ার হটকেক। তবে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না (Virat Kohli) বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Anushka Sharma )। কিন্তু যখনই সুযোগ পান, একে অপরের প্রতি ভালবাসা জাহির করেন এই তারকা দম্পতি।
210
প্রায়শই সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবিতে আদরে ভরিয়ে দেন তারা। সম্প্রতি বিসিসিআই-এর ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বিরাট কোহলি (Virat Kohli) বললেন, আমার জীবনে অনুষ্কার (Anushka Sharma) বিরাট প্রভাব রয়েছে। জীবনে কারও প্রভাব থাকলে মাঠেও তার প্রতিফলন পাওয়া যায়। কারণ খেলাটাও আমাদের জীবনের অঙ্গ। আমি সম্পূর্ণ পাল্টে গিয়েছি আর পুরোটাই ভালোর জন্য।
310
১১ জানুয়ারি ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। সেক্সি ফিগারের সঙ্গে তিনি যে কোনওভাবেই আপোস করতে চান না তা মেয়ে হওয়ারই পরই প্রমাণ করে দিয়েছেন অনুষ্কা। এখন দুই থেকে তিন হয়েছেন বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কা । মেয়েকে নিয়েই সুখী পরিবার বিরুষ্কার (Anushka Sharma - Virat Kohli)।
410
রুপোলি পর্দার গ্ল্যামারাস অ্যান্ড বিউটিফুট স্টার অনুষ্কা শর্মা। ৩ বছর রুপোলি দুনিয়া থেকে দূরে ছিলেন তিনি। ২০১৮ সালে শেষবার শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে অনুষ্কাকে দেখা গিয়েছিল জিরো-তে। ব্যক্তিগত জীবন, ছোট্ট সন্তানকে লালন পালনের মধ্যে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করলেও বড় পর্দা থেকে এক প্রকার দূরেই ছিলেন।
510
একসঙ্গে ৩ টি বিগ বাজেটের ছবি নিয়ে বলিউডে কামব্যাক করছেন বিরাট ঘরণী। ইন্ডাস্ট্রির অন্দর মহলে কান পাতলে শোনা যাচ্ছে, চলতি বছরেই শুরু হয়ে যাবে সিনেমার শ্যুটিং। একসঙ্গে তিনটি ছবির কাজই শুরু করবেন বলি নায়িকা অনুষ্কা শর্মা। বিনো দুনিয়া সুত্রের খবর, বিগ বাজেটের ৩ টি ছবির মধ্যে দুটি ছবি মুক্তি পাবে বড় পর্দায় আর একটি ছবি মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্মে।
610
দেশের পাওয়ার কাপল বললেই সবার আগে আসে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার নাম। তাদের প্রেম থেকে বিয়ে সবটাই যেন রূপকথার মতো। কিন্তু বলি ডিভা অনুষ্কা যে কাজের স্বীকারোক্তি করেছেন, তা বোধহয় ভক্তদের ধারণার বাইরে। তাই অনুষ্কার এই স্বীকারোক্তি নিয়ে রীতিমত হইচই বলিপাড়ায়।
710
অনুষ্কা নাকি চুরি করতেন। এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছেন এই বলিউড অভিনেত্রী। বলিউডের এই স্টার জানিয়েছেন বিরাট কোহলির ওয়ারড্রোব থেকে বিশেষ কিছু জিনিস চুরি করতেন তিনি। কিন্তু কেন এমন করতেন অনুষ্কা। কিসের অভাব তার যে চুরি করতে হত। এই প্রশ্নে দ্বিধাবিভক্ত ভক্তরা।
810
কিন্তু কি চুরি করতেন অনুষ্কা। এই প্রশ্নের উত্তরও খুঁজছেন ফ্যানেরা। সম্প্রতি সামনে এসেছে অনুষ্কার একটি পুরোনো সাক্ষাতকার, যেখানে অভিনেত্রীকে চুরি করার স্বীকারোক্তি বলতে শোনা গিয়েছে। অনুষ্কা জানিয়েছেন তিনি বিরাটের ওয়ারড্রোব থেকে পোশাক চুরি করতেন।
910
হাবি বিরাটের ওয়ারড্রোব খুলে নানা রকম পোশাক ইচ্ছেমত বের করে নিতেন অনুষ্কা। পরেও ফেলতেন সেগুলো। এভাবেই বিরাটের প্রতি নিজের ইমোশন, ভালবাসা প্রকাশ করতেন তিনি। অনুষ্কা বলেন বিরাটের পোশাকের একটা বড় অংশ টিশার্ট আর জ্যাকেটে ভর্তি। সেগুলি সব পরে দেখেছি আমি। দরকার পড়লে রীতিমত সেগুলো চুরি করি আমি।
1010
বর্তমান, বিরাট ইন্ডিয়া প্রিমিয়ার লিগ ২০২২-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন৷ অন্যদিকে, অনুষ্কা, তার প্রোডাকশন হাউস ক্লিন স্লেট ফিল্মজ থেকে সরে এসেছেন। অভিনেত্রী চাকদহ এক্সপ্রেসের সাথে একটি দুর্দান্ত প্রত্যাবর্তন করবেন, ভক্তরা সেই ছবির জন্য মুখিয়ে রয়েছে।