'সেক্সোলজিস্ট'-এর ভূমিকায় পর্দা কাঁপাতে হাজির 'গন্দি বাত' গার্ল, ছবিতেই দিলেন হটনেস অ্যালার্ট

 একটি মাত্র ওয়েবসিরিজ। তারপরই লাইমলাইটের শিরোনামে। তিনি বলেন অন্বেষী জৈন। নিষিদ্ধ যৌনতার গল্প 'গন্দি বাত' নিয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন অভিনেত্রী। যৌন উত্তেজনা পূর্ণ দৃশ্য, তার বোল্ড অবতার আজও ভুলতে পারেননি কেউ। লাস্যময়ীর শরীর বিহঙ্গে কাঁত হয়েছে আট থেকে অষ্টাদশী। ওয়েবসিরিজ দেখে নিজেদর উত্তেজনা চেপে রাখাই দায় হয়েছিল। নেটিজেনদের হৃদয়ে ঝড় তোলা আবেদনময়ী অন্বেষী আবার তার হট অবতার নিয়ে পর্দা কাঁপাতে আসছেন। তবে এবারের নয়া চমক নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী। দেখে নি ছবিতে।

Riya Das | Published : Apr 7, 2020 4:56 AM IST / Updated: Apr 07 2020, 10:48 AM IST
112
'সেক্সোলজিস্ট'-এর ভূমিকায় পর্দা কাঁপাতে হাজির 'গন্দি বাত' গার্ল, ছবিতেই দিলেন হটনেস অ্যালার্ট
২০১৯ সালে গুগল সার্চের সবথেকে বেশি সার্চ হওয়া অভিনেত্রী হলেন অন্বেষী জৈন।
212
'গন্দি বাত' ওয়েবসিরিজেই তার আত্মপ্রকাশ ঘটেছিল। আর সেই ওয়েবসিরিজেই যৌনতা ভরা দৃশ্যে মন ভুলিয়েছিলেন নেটিজেনদের।
312
নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন অভিনেত্রী।
412
তার ফিগারের রহস্যে বুঁদ হয়েছে তরুণ প্রজন্ম। লাস্যময়ীর শরীরের ভাঁজেই যেন লুকিয়ে রয়েছে গোপন রহস্য।
512
আবার তিনি হাজির হয়েছেন তার শরীরী জাঁদু নিয়ে। এবার তিনি 'সেক্সোলজিস্ট'।
612
ছবির নাম 'কমিটমেন্ট'। এই তেলেগু ছবিতে 'সেক্সোলজিস্ট'-এর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে।
712
ছবিতে তার চরিত্রের নাম রেখা গুপ্তা। জিম ট্রেনারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নজর কাড়বেন সকলের।
812
ছবিতে সম্পর্কের গভীরতা দেখানো হবে বলে জানিয়েছেন তিনি, আবারও বোল্ড দৃশ্যে তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফ্যানেরা।
912
যতদিন যাচ্ছে তার ফলোয়ার সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে।
1012
নেটিজেনদের হৃদয়ে ঝড় তোলা অভিনেত্রীকে বিগ বস-১৩ তেও দেখা গেছে।
1112
তার প্রতিটি ছবিতেই রয়েছে হটনেস অ্যালার্ট, যা মুহূর্তের মধ্যে ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।
1212
শরীরী উষ্ণতায় পুরুষদের কাবু করতে আবারও হাজির অন্বেষী।
Share this Photo Gallery
click me!

Latest Videos