মালাইকা ও অর্জুনের জুটিকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই, সব জায়গায় একসঙ্গে হাতে হাত রেখে দেখতে পাওয়া যায় তাঁদের, একে অপরের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। যেন দুজন দুজনকে না দেখে এক মুহূর্তও থাকতে পারেননা। নিজের প্রেমিকার বিল্ডিং-এই ২০ কোটি টাকা দিয়ে একটি ফোর বিএইচকে ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন কপূর তারপর থেকেই তাঁদের বিয়ের জল্পনা-কল্পনা সূর্য হয়েছিল।, কিন্তু সূত্র অনুসারে খবর, এই ফ্ল্যাটটি ১৬ কোটি টাকার বেচে দিয়েছেন অভিনেতা।