ছবিতে সিদ্ধান্তকে দেখা যাবে সম্পূর্ণ অন্য লুকে। দীপিকার সঙ্গে একাধিক সাহসী দৃশ্যে শ্যুট করবেন তিনি। সিদ্ধান্তের ক্ষেত্রে ছবির চরিত্রের বিষয়টা অন্যরকম, সব কিছুই তার জীবনে সাজানো। কিন্তু কি যেন নেই, আছে সম্পর্ক, আছে সাফল্য সবটা পেরিয়ে কোথাও গিয়ে যেন নেই শান্তি, আর সেই শান্তি ও স্বস্তির হাত ছানিতেই এবার সম্পর্কের পালা বদল, এমনই এক সিদ্ধান্ত নিয়ে ফেলে জেন।